Breaking







Saturday, 1 May 2021

GK Album Part-100

GK Album Part-100 || জিকে অ্যালবাম

GK Album Part-100
GK Album Part-100

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-100; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-100

 চ্যারোন কার উপগ্রহ ? 
উত্তরঃ প্লুটো। 

 কল্পসূত্র গ্রন্থটি কার লেখা ? 
উত্তরঃ ভদ্রবাহু।

 মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেছেন ? 
উত্তরঃ ৭২ বছর। 

 কোন পাথর সহজেই জলে দ্রবীভূত হয় ? 
উত্তরঃ চুনাপাথর।

 বৈকাল হ্রদের গভীরতা কত ? 
উত্তরঃ ১৬৪২ মিটার।

 পতঙ্গের শ্বাস অঙ্গের নাম কি ? 
উত্তরঃ শ্বাসনালি।

 আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থিটির নাম কি ? 
উত্তরঃ যকৃত।

 ইউরেনিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কটি ? 
উত্তরঃ ৯২।

 ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি ? 
উত্তরঃ চিনি।

 মহম্মদ হামিদ আনসারি কততম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন ? 
উত্তরঃ দ্বাদশ।

No comments:

Post a Comment