Breaking







Thursday, 29 April 2021

GK Album Part-99

GK Album Part-99 || জিকে অ্যালবাম

GK Album Part-99
GK Album Part-99

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-99; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-99

 কে নিজেকে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ হিসাবে অভিহিত করেছিলেন ? 
উত্তরঃ আলাউদ্দিন খলজি।

 কনিষ্কের রাজধানী কোথায় ছিল ? 
উত্তরঃ পুরুষপুর।

 লু বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় ? 
উত্তরঃ পশ্চিম।

 ফ্রান্সে স্থানীয় ক্যাটাবেটিক বায়ু কি নামে পরিচিত ? 
উত্তরঃ মিস্ট্রাল।

 হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কয়টি ? 
উত্তরঃ একটি।

 প্রাণীদেহে কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ? 
উত্তরঃ নেফ্রন।

 ‘মালবিকাগ্নিমিত্ৰম’ নাটকটির রচয়িতা কে ? 
উত্তরঃ কালিদাস।

 বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল ? 
উত্তরঃ ১৭৬৪ সালে।

 দিল্লীর লাল কেল্লা কে নির্মাণ করেন ? 
উত্তরঃ শাহজাহান।

 শেরশাহের সমাধি কোথায় অবস্থিত ? 
উত্তরঃ সাসারামে।

 মানব শরীরের কোথায় এপিগ্লাটিস থাকে ?
উত্তরঃ স্বরযন্ত্র। 

No comments:

Post a Comment