জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-144
![]() |
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-144 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-144
■ ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে ?
উত্তরঃ বিক্রম সারাভাই।
■ হার্জ কিসের একক ?
উত্তরঃ কম্পাঙ্কের।
■ বায়ুমণ্ডলের কোন স্তরটি সবথেকে কাছে অবস্থিত ?
উত্তরঃ ট্রোপোস্ফিয়ার।
■ পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কি বলা হয় ?
উত্তরঃ প্লাজমা।
■ নীচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে ?
উত্তরঃ কলিচুন।
■ সম্প্রতি টোকিও অলিম্পিকে পদক জয়ী মীরাবাঈ চানু কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ মণিপুর।
■ SSTC অন্তরীক্ষ কেন্দ্রটি কবে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৯৬৫ সালে।
■ রঙ্গ স্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
■ মানুষ রাজনৈতিক জীব কে বলেছেন ?
উত্তরঃ অ্যারিস্টটল।
■ বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ৫ই অক্টোবর।
আগের পর্বঃ
No comments:
Post a Comment