বিভিন্ন রাজা ও তাদের উপাধি তালিকা PDF | বিভিন্ন রাজার উপাধি | Rajar Upadhi
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য বিভিন্ন রাজা ও তাদের উপাধির তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেন? কুনিক কার উপাধি ছিল? অমিত্রাঘাত কার উপাধি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
বিভিন্ন রাজার উপাধি
| রাজা | উপাধি |
|---|---|
| অশোক | প্রিয়দর্শী, দেবনাং প্রিয় |
| হর্ষবর্ধন | শিলাদিত্য, সকলোত্তর পথনাথ |
| বিম্বিসার | শ্রীকি |
| বিন্দুসার | অমিত্রাঘাত |
| অজাতশত্রু | কুনিক |
| হিউয়েন সাং | ভ্রমণকারী রাজদূত |
| চন্দ্রগুপ্ত মৌর্য | সুন্দরকটাস |
| দ্বিতীয় চন্দ্রগুপ্ত | বিক্রমাদিত্য, শকারী |
| মহাপদ্মনন্দ | আগ্রা সেন |
| নরসিংহ বর্মণ | ভট্টপিকনদা |
| দয়ানন্দ | আগ্রেমনসা |
| দ্বিতীয় পুলকেশি | পরমেশ্বর |
| প্রথম মহেন্দ্রবর্মণ | বিচিত্র চিত মাত্তাবিলোপ |
| অমোঘবর্ষ | নিরপুতন |
| কনিষ্ক | দ্বিতীয় অশোক |
| সমুদ্রগুপ্ত | ভারতের নেপোলিয়ান |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Rajar Upadhi
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment