GK Album Part-90 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-90 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-90; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-90
⟲ ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ কলহন।
⟲ অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ বিন্দুসার।
⟲ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন ?
উত্তরঃ ভিটামিন K।
⟲ ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’ কবে পালিত হয় ?
উত্তরঃ ৩রা মার্চ।
⟲ ভারতের খাদ্য নিগম প্রতিষ্ঠা হয়েছিলো কত সালে ?
উত্তরঃ ১৯৬৫ সালে।
⟲ ভারতবর্ষে প্রথম জুট মিল স্থাপিত হয় কত সালে ?
উত্তরঃ ১৮৫৫ সালে।
⟲ পশ্চিমবঙ্গে কোন ধরণের জলবায়ু লক্ষ্য করা যায় ?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমি।
⟲ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বপ্রকার ‘অস্পৃশ্যতা’র অবলুপ্তি ঘটানো হয়েছে ?
উত্তরঃ ১৭নং ধারা।
⟲ Lokpal এর Logo তে সতর্কতা চিহ্নিত আছে -
উত্তরঃ অশোকচক্র।
⟲ ‘Grand Old Man of India’ কাকে বলা হয় ?
উত্তরঃ দাদাভাই নৌরজি।
No comments:
Post a Comment