Breaking







Saturday, 22 March 2025

আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | বিভিন্ন দেশের সীমারেখা

আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | বিখ্যাত দৈশিক সীমানা | International Boundaries Bengali PDF

আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | বিখ্যাত দৈশিক সীমানা | International Boundaries Bengali PDF
আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | বিভিন্ন দেশের সীমারেখা
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন দেশের সীমারেখা বা বর্ডার গুলির নাম দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় র‌্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

আন্তর্জাতিক সীমারেখা তালিকা

সীমারেখাঅবস্থান
র‍্যাডক্লিফ লাইনভারত ও পাকিস্তান
ম্যাকমোহন লাইনভারত ও চীন
তিন বিঘা করিডোরভারত ও বাংলাদেশ
গ্রেট চ্যানেলভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা
জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা
মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রা
লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা
ম্যাগিনট লাইন জার্মানি ও ফ্রান্স
সিগফ্রেড লাইন জার্মানি ও ফ্রান্স
ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তান
ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স
লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান
ম্যানারহেম রেখা রাশিয়া ও ফিনল্যান্ড
হিনডেন বার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড
ওডার-নাইসে লাইন পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীন
১৬তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা
১৭তম প্যারালাল উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
২৪তম প্যারালাল ভারত ও পাকিস্তান
২৮তম প্যারালাল ভারত ও পাকিস্তান
৩৭তম প্যারালাল ভারত ও মায়ানমার
৩৮তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
৪৯তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
সাত-এল-আরব ইরাক ও ইরান
৮⁰ চ্যানেল  ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
৯⁰ চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়
১০⁰ চ্যানেল আন্দামান ও নিকোবর
ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটন আন্দামান
সমব্রেরো চ্যানেল আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ
লাইন অফ ডিমারকেশন পর্তুগাল ও স্পেন

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : International Boundaries
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment