GK Album Part-89 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-89 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-89; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-89
⟲ মেগাস্থিনিস কে ছিলেন ?
উত্তরঃ সেলুকাসের দূত।
⟲ লাইফ ডিভাইন কার লেখা ?
উত্তরঃ অরবিন্দ ঘোষ।
⟲ IOSCO এর সদর কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ মাদ্রিদ।
⟲ শাল কি ধরণের গাছ ?
উত্তরঃ পর্ণমোচী।
⟲ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লেখা ?
উত্তরঃ পালি।
⟲ হিমালয় পর্বতমালা কোন জাতীয় পর্বত ?
উত্তরঃ ভঙ্গিল।
⟲ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস।
⟲ কোন গান্ধিবাদী আন্দোলনকে "স্বতঃস্ফূর্ত বিপ্লব" বলে অভিহিত করা হয় ?
উত্তরঃ ভারত ছাড়ো আন্দোলন।
⟲ "দরিদ্র মানুষকে ভুলিও না, ভুলিও না অজ্ঞ, দরিদ্র, অশিক্ষিত, মুচি, মেথর তোমার রক্ত তোমার ভাই" - এই উক্তিটি কে করেছিলেন ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ।
⟲ অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ এম.সি. রাজা।
No comments:
Post a Comment