Breaking







Thursday, 1 April 2021

GK Album Part-85

GK Album Part-85 || জিকে অ্যালবাম

GK Album Part-85
GK Album Part-85

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-85; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-85

⟲ ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত হয় ? 
উত্তরঃ অ্যাড্রিনালিন।

⟲ কলি কোন রাজ্যের লোকনৃত্য ? 
উত্তরঃ মহারাষ্ট্র।

⟲ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ? 
উত্তরঃ মুম্বাই। 

⟲ পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয় ? 
উত্তরঃ ১৭৫৭ সালে।

⟲ সালোকসংশ্লেষের প্রধান রঙ্গক কি ? 
উত্তরঃ ক্লোরোফিল।

⟲ ইন্দিরা গান্ধির সমাধিস্থলের নাম কি ? 
উত্তরঃ শক্তিস্থল।

⟲ ইন্দ্রাবতী ন্যাশানাল পার্ক কোথায় অবস্থিত ? 
উত্তরঃ ছত্রিশগড়।

⟲ বন্দীপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ? 
উত্তরঃ কর্ণাটক।

⟲ জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয় ? 
উত্তরঃ ১১ই মে।

⟲ ঝান্ডা গীত কে রচনা করেছিলেন ? 
উত্তরঃ শ্যামলাল গুপ্ত।

No comments:

Post a Comment