Breaking







Tuesday, 30 March 2021

GK Album Part-84

GK Album Part-84 || জিকে অ্যালবাম

GK Album Part-84
GK Album Part-84

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-84; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে। 

GK Album Part-84

⟲ ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল "Ecology is Permanent Economy" ?
উত্তরঃ চিপকো আন্দোলন।

⟲ গোল বিপ্লব কীসের সঙ্গে যুক্ত ? 
উত্তরঃ আলু।

⟲ বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন ? 
উত্তরঃ জেমস ওয়াট।

⟲ নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
উত্তরঃ ওয়াশিংটন ডি.সি.।

⟲ শনি গ্রহে পাঠানো মহাকাশযানটির নাম কি ? 
উত্তরঃ ক্যাসিনি।

⟲ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ? 
উত্তরঃ হরিহর ও বুক্কা।

⟲ মুত্র প্রস্তুত হয় কোথায় ? 
উত্তরঃ কিডনীতে।

⟲ ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি ? 
উত্তরঃ চিল্কা হ্রদ।

⟲ ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি ? 
উত্তরঃ হ্যারিকেন।

⟲ মহাকাশে কৃত্রিম উপগ্রহ গুলি রাখা হয় যেখানে তাকে কি বলে ? 
উত্তরঃ প্ল্যাটফর্ম।

No comments:

Post a Comment