GK Album Part-83 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-83 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-83; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-83
⟲ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েকে।
⟲ কোন দেশে সর্বপ্রথম ডাক টিকিট প্রচলিত হয় ?
উত্তরঃ ব্রিটেন।
⟲ "দার-উল-সাফা" কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক।
⟲ কোষ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ রবাট হুক।
⟲ কোহিমা কোন রাজ্যের রাজধানী ?
উত্তরঃ নাগাল্যান্ড।
⟲ লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন ?
উত্তরঃ নীলাম সঞ্জীব রেড্ডি।
⟲ LAN -এর পুরো কথা কি ?
উত্তরঃ লোকাল এরিয়া নেটওয়ার্ক।
⟲ দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিলো ?
উত্তরঃ ১৭৮০ সালে।
⟲ কোন মৃত্তিকায় কার্পাস ভালো চাষ হয় ?
উত্তরঃ কৃষ্ণ।
⟲ কমনওয়েলথ দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৪শে মে।
No comments:
Post a Comment