GK Album Part-81 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-81 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-81; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-81
⟲ চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৭৯৩ সালে।
⟲ কাকে মহীশূর শার্দুল বলা হয় ?
উত্তরঃ টিপু সুলতান।
⟲ কবে মহাবিদ্রোহ শুরু হয় ?
উত্তরঃ ১৮৫৭ সালে।
⟲ বিশ্ব চড়ুই দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২০ মার্চ।
⟲ রাষ্ট্রপতি শাসন কত সময়ের জন্য আরোপিত হয় ?
উত্তরঃ ৬ মাস।
⟲ রাজীব গান্ধী বিদ্যুতিকরণ যোজনা কবে চালু হয় ?
উত্তরঃ ২০০৫ সালে।
⟲ ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে ?
উত্তরঃ ১২টি।
⟲ সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ময়ূরাক্ষী।
⟲ পর্জনা বৈদিক যুগের কোন দেবতা ?
উত্তরঃ বায়ু।
⟲ কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
উত্তরঃ লাল।
স্যার জিকে এ খান থেকে কমন আসতে পারে কি
ReplyDelete