GK Album Part-80 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-80 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-80; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-80
⟲ শিশু দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ১৪ই নভেম্বর।
⟳ পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ স্টকহোম।
⟲ হ্যানসেন ডিজিজ কোন রোগকে বলা হয় ?
উত্তরঃ কুষ্ঠ।
⟳ সোলার সিস্টেম কে আবিষ্কার করেন ?
উত্তরঃ কোপার্নিকাস।
⟲ শেরশাহের সমাধি কোথায় অবস্থিত ?
উত্তরঃ সাসারাম।
⟳ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উত্তরঃ ১৭৬৪ সাল।
⟲ সাডেন ডেথ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
⟳ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা।
⟲ এ.পি.জে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন ?
উত্তরঃ একাদশ।
⟳ অন্নদা শঙ্গর রায় কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ ওড়িশা।
No comments:
Post a Comment