বিভিন্ন সংকর ধাতুর গঠন ও ব্যবহার PDF | বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার | Alloys and their Uses
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন সংকর ধাতুর উপাদান এবং ব্যবহার তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ? জার্মান সিলভার কি কাজে লাগে? জার্মান সিলভার এর উপাদান গুলি কি কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার
সংকর ধাতু | উপাদান | ব্যবহার |
---|---|---|
পিতল | তামা ও জিঙ্ক | বাসনপত্র, টেলিস্কোপ, ব্যারোমিটার, জলের কল, কমদামী অলঙ্কার প্রভৃতি। |
ব্রোঞ্জ | তামা ও টিন | মুদ্রা, মূর্তি, থালা, ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম, ইলেকট্রিক যন্ত্রপাতি প্রভৃতি। |
কাঁসা বা বেল মেটাল | তামা ও টিন | মূর্তি, ঘণ্টা, ঘটি, বাটি প্রভৃতি জিনিসপত্র তৈরিতে। |
গান মেটাল | তামা, জিঙ্ক ও টিন | মূর্তি, বন্দুক ও ইঞ্জিনিয়ারিং কাজে। |
টাইপ মেটাল | সীসা, এন্টিমনি ও টিন | ছাপার অক্ষর তৈরি করতে। |
স্টেনলেস স্টিল | লোহা, ক্রোমিয়াম, কার্বন ও নিকেল | বাসনপত্র, মোটর ও মোটর সাইকেলের যন্ত্রাংশ প্রস্তুতিতে। |
ম্যাগনেলিয়াম | অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম | উড়োজাহাজের ফ্রেম ও তুলাদণ্ড প্রভৃতি প্রস্তুত করতে। |
মোনেল মেটাল | নিকেল, তামা, লোহা ও ম্যাঙ্গানিজ | পাম্প, পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি ও বিমানের দেহাংশ তৈরিতে। |
নিকেল স্টিল | লোহা ও নিকেল | বিমানের প্রপেলার, রেল, বর্ম প্রস্তুতিতে। |
ডুরালুমিন | অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ | বিমান, মোটরগাড়ির নানা অংশ, নৌকা, কল লাইনের পাত, উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষয় প্রতিরোধকে। |
জার্মান সিলভার | তামা, জিঙ্ক ও নিকেল | ফুলদানি, বাসনপত্র ও নানারকম সৌখিন দ্রব্য প্রস্ততিতে। |
অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ | তামা ও অ্যালুমিনিয়াম | মূর্তি, ফটোফ্রেম, থালা ও নানারকম সৌখিন দ্রব্য প্রস্ততিতে। |
রাংঝাল বা সোলডার | সীসা ও টিন | ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। |
ইনভার | লোহা ও নিকেল | বাটখারা ও পরিমাপ যন্ত্র প্রস্তুতিতে। |
ইলেকট্রন | ম্যাগনেশিয়াম ও জিঙ্ক | মোটরগাড়ি ও বিমানের দেহাংশ তৈরিতে। |
মুদ্রা ধাতু | তামা ও নিকেল | আমেরিকার মুদ্রা। |
সোনার পারদ সংকর | সোনা ও পারদ | দাঁতের ফাঁক বন্ধ করতে ব্যবহৃত হয়। |
ডাচ মেটাল | তামা ও জিঙ্ক | ইমিটেশনের গহনা প্রস্তুত করতে। |
রোল্ড গোল্ড | তামা ও নিকেল | সস্তার অলঙ্কার প্রস্তুতিতে। |
ম্যাঙ্গানিজ স্টিল | লোহা ও ম্যাঙ্গানিজ | রেললাইন, ট্রামলাইন, হেলমেট, সিন্দুক প্রভৃতি তৈরিতে। |
ক্রোম স্টিল | লোহা ও ক্রোমিয়াম | বল বিয়ারিং, পেষণকারী যন্ত্রে ব্যবহৃত হয়। |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহার
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment