27th March 2025 Current Affairs in Bengali | ২৭শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
27th March 2025 Current Affairs in Bengali | ২৭শে মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 27th March 2025
1.বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় ২৭শে মার্চ; এবছরের থিম হলো- "Theatre and a Culture of Peace"
2.প্যাসেঞ্জার এবং ইলেকট্রিক যানবাহন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে নিযুক্ত করলো Tata Motors
3.GSMA -এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন Bharti Airtel -এর ভাইস চেয়ারম্যান এবং MD গোপাল ভিট্টল
4.ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন অজয় শেঠ
5.সমাজসেবায় নিঃস্বার্থ অবদানের জন্য 'Popular Citizen Excellence Award' -এ সম্মানিত হলেন সংঘমিত্রা তাই গায়কোয়াড়
6.REC Limited -এর CMD হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন পারমিন্দর চোপড়া
7.মুম্বাইয়ে FATF Private Sector Collaborative Forum 2025 -এর আয়োজন করবে ভারত
8.সম্প্রতি মানব অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন আইন, ১৯৯৪ গ্রহণ করলো তেলেঙ্গানা বিধানসভা
9."Leo: The Untold Story of Chennai Super Kings" শিরোনামে বই লিখলেন পি.এস. রমন
10.বেঙ্গালুরুতে 'Nano Electronics Roadshow and Conference on Semiconductor Ecosystem in India' আয়োজন করবে MeitY
No comments:
Post a Comment