বিভিন্ন ধাতুর আকরিক তালিকা PDF | বিভিন্ন ধাতুর আকরিকের নাম | Metals and Their Ores
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ধাতুর আকরিক তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন ধাতু ও তাদের আকরিকের নামের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে বক্সাইট এর আকরিকের নাম কি? ডলোমাইট কোন ধাতুর আকরিক? হেমাটাইট কোন ধাতুর আকরিক? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
বিভিন্ন ধাতুর আকরিক
ধাতু | আকরিকের নাম |
---|---|
আয়রণ | রেড হেমাটাইট ব্রাউন হেমাটাইট ম্যাগনেটাইট আয়রণ পাইরাইট সিডেরাইট |
জিঙ্ক | জিঙ্ক ব্লেন্ড ক্যালামাইন জিঙ্ককাইট ফ্রাঙ্কলিনাইট |
অ্যালুমিনিয়াম | বক্সাইট গিবসাইট ক্রায়োলাইট কোরান্ডাম অ্যালুনাইট |
তামা | ম্যালাকাইট অ্যাজুরাইট কিউপ্রাইট কপার গ্লান্স কপার পাইরাইটিস |
ম্যাগনেশিয়াম | ম্যাগনেসাইট ডলোমাইট কার্নালাইট কাইসেরাইট |
পটাশিয়াম | হেমাটাইট সল্ট পিটার |
সোডিয়াম | রক সল্ট সোডিয়াম কার্বনেট |
সিলভার | সিলভার গ্লান্স |
পারদ | সিন্নাবার ক্যালোমেল |
ক্যালশিয়াম | ডলোমাইট চুনাপাথর জিপসাম লাইমস্টোন ফ্লুওস্পার অ্যাসবেস্টস ফসফোরাইট |
ফসফরাস | ফসফোরাইট ফ্লুরিওপেপটাইট |
সোনা | ক্যালভেরাইট সাইবারাইট |
টিন | টিন পাইরাইটিস ক্যাসিটেরাইট |
সীসা | গ্যালেনা অ্যাঙ্গলেসাইট |
ক্রোমিয়াম | ক্রোমাইট |
ইউরেনিয়াম | পিচব্লেন্ড |
ম্যাঙ্গানিজ | পাইরোলুসাইট |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : Metals and Their Ores
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
প্রশ্নঃ বক্সাইট কোন ধাতুর আকরিক?
উত্তরঃ অ্যালুমিনিয়াম।
প্রশ্নঃ ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক?
উত্তরঃ অ্যালুমিনিয়াম।
প্রশ্নঃ ডলোমাইট কোন ধাতুর আকরিক?
উত্তরঃ ম্যাগনেশিয়াম।
প্রশ্নঃ ক্যালামাইন কার আকরিক?
উত্তরঃ জিঙ্ক।
প্রশ্নঃ হেমাটাইট কোন ধাতুর আকরিক?
উত্তরঃ লোহা।
প্রশ্নঃ জিপসাম কোন ধাতুর আকরিক?
উত্তরঃ ক্যালশিয়াম।
প্রশ্নঃ গ্যালেনা কোন ধাতুর আকরিক?
উত্তরঃ সীসা।
No comments:
Post a Comment