Breaking



Friday 22 March 2024

WBP GK in Bengali PDF | WB Police GK PDF

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | WBP GK in Bengali PDF | Important GK for West Bengal Police Exam

WBP GK in Bengali PDF | WB Police GK PDF
WBP GK in Bengali PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | WBP GK in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ একশোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই প্রশ্নোত্তরের সেটটি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস ও বিগত বছরের প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে।

সুতরাং দেরী না করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পেশাল জিকে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে

০১. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ? 
উত্তরঃ ১১২নং ধারা।

০২. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন A এর অভাবে। 

০৩. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক। 

০৪. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ? 
উত্তরঃ ছয় বছর।

০৫. URL এর পুরো নাম কি ? 
উত্তরঃ ইউনিফর্ম রিসোর্স লোকেটর।

০৬. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
উত্তরঃ হিমালয়।

০৭. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উত্তরঃ হিরাকুঁদ।

০৮. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল। 

০৯. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ? 
উত্তরঃ ১৮৫৬ সালে।   

১০. স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।  

১১. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ? 
উত্তরঃ টেকচাঁদ ঠাকুর। 

১২. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তরঃ ভেগাস। 

১৩. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?  
উত্তরঃ লালা হরদয়াল।

১৪. কে শকারি উপাধি গ্রহণ করেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১৫. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল ?  
উত্তরঃ ১৯১১ সালে। 

১৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ? 
উত্তরঃ উমেশ চন্দ্র ব্যানার্জি। 

১৭. গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ? 
উত্তরঃ চম্পারণে। 

১৮. গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উত্তরঃ পাকস্থলী।  

১৯. কফিতে কোন উপাদান থাকে ?
উত্তরঃ ক্যাফেইন।  

২০. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।

২১. সাবানের রাসায়নিক নাম কি?
উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট।  

২২. মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জুডো।

২৩. কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় ?
উত্তরঃ ১৯২৮ সালে। 

২৪. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

২৫. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? 
উত্তরঃ ভিটামিন C এর অভাবে। 

২৬. সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ? 
উত্তরঃ ঢোল গোবিন্দ। 

২৭. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তরঃ ক্লোরোপ্লাস্টে। 

২৮. কে শকাব্দ প্রবর্তন করেন ?
উত্তরঃ কনিষ্ক।

২৯. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট। 

৩০. PVC পুরো নাম কি ? 
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।

৩১. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উত্তরঃ ৩৫৬নং ধারা।  

৩২. স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন। 

৩৩. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।

৩৪. রেশনিং প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি।

৩৫. বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত ? 
উত্তরঃ ঢাকাতে। 

৩৬. নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তবলা।

৩৭. ভরত ছেত্রি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি। 

৩৮. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে ?
উত্তরঃ ৬১তম সংশোধনী।

৩৯. ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা। 

৪০. JFM এর পুরো নাম কি ?
উত্তরঃ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 

৪১. ভারতের দীর্ঘতম সেতু কোনটি ?
উত্তরঃ বিহারের শোন নদীর সেতু। 

৪২. ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

৪৩. ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি ?
উত্তরঃ থর মরুভূমি। 

৪৪. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?
উত্তরঃ দিল্লীর জামা মসজিদ। 

৪৫. ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
উত্তরঃ ৪০নং ধারায়। 

৪৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ? 
উত্তরঃ বম্বে।  

৪৭. অ্যাসিড আবিষ্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮১ সালে। 

৪৮. সলবাইয়ের সন্ধি কত সালে হয় ? 
উত্তরঃ ১৭৮২ সালে।

৪৯. কুনিক উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অজাতশত্রু । 

৫০. HIV এর পুরো নাম কি ? 
উত্তরঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।

৫১. GST এর পুরো কথা কী ?
উত্তরঃ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।

৫২. সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন ?
উত্তরঃ গিয়াস উদ্দিন বলবন।

৫৩. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে ?
উত্তরঃ ১৭নং ধারা।

৫৪. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?
উত্তরঃ ১৯নং ধারা।

৫৫. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ বল্লাল সেন। 

৫৬. আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত ? 
উত্তরঃ দিল্লীতে। 

৫৭. ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?  
উত্তরঃ বাস্কেট বল। 

৫৮. দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শর্টপুট।

৫৯. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ টোকিও, জাপান।

৬০. ১৯১৬ সালে হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত। 

৬১. দানসাগর গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তরঃ বল্লাল সেন।

৬২. গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড।

৬৩. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?
উত্তরঃ ১২নং ধারায়। 

৬৪. মালিক কাফুর কে ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজির সেনাপতি। 

৬৫. কে প্রথম রোবট আবিস্কার করেন?
উত্তরঃ উইলিয়াম গে ওয়ালটার। 

৬৬. মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে ?
উত্তরঃ হরমোন। 

৬৭. ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?
উত্তরঃ ২৮০নং ধারা।

৬৮. কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন ? 
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর। 

৬৯. ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন ?
উত্তরঃ মাদাম কামা। 

৭০. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না ?
উত্তরঃ ২৮নং ধারা।

৭১. আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
উত্তরঃ সৈয়দ আমেদ খান। 

৭২. কনিষ্কের সভাকবি কে ছিলেন ? 
উত্তরঃ অশ্বঘোষ।

৭৩. ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?
উত্তরঃ ২৪টি।

৭৪. কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ?
উত্তরঃ ব্রোমিন।

৭৫. নীলগ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ পৃথিবীকে।

৭৬. কত সালে রাওলাট আইন পাস হয় ? 
উত্তরঃ ১৯১৯ সালে।

৭৭. রক্ত শুন্যতা দেখা দেয় কীসের অভাবে ?
উত্তরঃ আয়রনের অভাবে।

৭৮. সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
উত্তরঃ বুধ।

৭৯. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।

৮০. ব্ল্যাক হোল এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন ?
উত্তরঃ আইনস্টাইন। 

৮১. শীতকালীন অলিম্পিক ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ মিলানো কর্টিনা, ইতালি।

৮২. জামা মসজিদ কে নির্মান করেন ? 
উত্তরঃ শাহজাহান।

৮৩. ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়। 

৮৪. থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ড বা স্নুকার। 

৮৫. টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন।

৮৬. দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি। 

৮৭. গৌতমবুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ বিহার। 

৮৮. ভিটামিন E এর অভাবে হয় ?  
উত্তরঃ বন্ধ্যাত্ব। 

৮৯. দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ধনুর্বিদ্যা। 

৯০. ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা।

৯১. কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় ? 
উত্তরঃ ভিটামিন K এর অভাবে।  

৯২. শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ?  
উত্তরঃ ভিটামিন D এর অভাবে। 

৯৩. জীবাণু বিদ্যার জনক কে ?
উত্তরঃ লুই পাস্তুর। 

৯৪. ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?
উত্তরঃ লাভা শিলা।

৯৫. মরীচিকায় কোন ধরণের প্রতিবিম্ব গঠিত হয় ?
উত্তরঃ অসদবিম্ব।  

৯৬. মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর

৯৭. লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ মঙ্গলকে।

৯৮. পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ শুক্র গ্রহকে।

৯৯. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ উইলিয়াম জোন্স। 

১০০. তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP Special GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


2 comments: