Breaking







Friday, 24 May 2024

জেক্সপো পরীক্ষা 2024 | যোগ্যতা, আবেদনের তারিখ, আবেদন ফি, আবেদন পদ্ধতি

জেক্সপো পরীক্ষা 2024 | যোগ্যতা, আবেদনের তারিখ, আবেদন ফি, আবেদন পদ্ধতি | JEXPO Form Fill Up 2024 Last Date West Bengal Board

জেক্সপো পরীক্ষা 2024 | যোগ্যতা, আবেদনের তারিখ, আবেদন ফি, আবেদন পদ্ধতি
জেক্সপো পরীক্ষা 2024 | যোগ্যতা, আবেদনের তারিখ, আবেদন ফি, আবেদন পদ্ধতি
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জেক্সপো পরীক্ষা 2024 সম্পর্কে আলোচনা করলাম। যেটিতে জেক্সপো পরীক্ষা কি, আবেদনের তারিখ, আবেদনের যোগ্যতা, আবেদন ফি, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত উল্লেখিত আছে।

জেক্সপো পরীক্ষা 2024

জেক্সপো পরীক্ষা

সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের JEXPO (জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক্স) এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় এবং এই এন্ট্রান্স পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হয়। আর এই মেধা তালিকা অনুসারে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো স্ট্রিম এবং কলেজ নির্বাচন করতে পারবে।

তবে এই বছর কোনো এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবেনা। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে এবং এই মেধা তালিকা অনুসারেই সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি নেওয়া হবে। 

আবেদনের তারিখ

জেক্সপো রেজিস্ট্রেশন ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে এবং ফি প্রদান, ডকুমেন্টস আপলোড সহ আবেদনের শেষ তারিখ ৩১শে মে ২০২৪ (আবেদনের শেষ তারিখ ১৫মে ছিল, সেটা বাড়িয়ে ৩১শে মে করা হয়েছে)। 

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৩৫% নম্বর নিয়ে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

বয়সসীমা

পলিটেকনিক কোর্সে আবেদনের জন্য বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই, তবে প্রার্থীর জন্ম তারিখ ০১.০৭.২০০৯ এর পরে হওয়া যাবে না।

আবেদন ফি

আবেদন ফি ৪৫০/- টাকা, তবে কন্যাশ্রী নথিভুক্তদের জন্য ২২৫/- টাকা। 

প্রয়োজনীয় ডকুমেন্টস

মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো। 

আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট- https://scvtwb.in/

No comments:

Post a Comment