Breaking



Monday 15 February 2021

WBP Constable 2021 Practice Set in Bengali PDF

WBP Constable 2021 Practice Set in Bengali PDF || পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF

WBP Constable 2021 Practice Set in Bengali PDF Download
WBP Constable 2021 Practice Set in Bengali PDF Download

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ২০২১ পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ সিলেবাসভিত্তিক WBP Constable 2021 Practice Set in Bengali PDF

          এই প্র্যাকটিস সেটটির মধ্যে জেনারেল নলেজ থেকে ত্রিশটি, অঙ্ক থেকে দশটি এবং রিজনিং থেকে দশটি মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী ও মজবুত করে তুলতে পারবে। 

          সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কুইজ আকারে দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটের পিডিএফটি ডাউনলোড করে নাও, যাতে করে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধে হয়। 


WBP Constable 2021 Practice Set



লোকসভায় তফশিলি জাতিদের জন্য কটি আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে ?
৮০টি
৮২টি
৮৪টি 
৮৬টি 


 পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
আমেরিকাতে
ব্রাজিলে
জাম্বিয়াতে
ভেনেজুয়েলাতে 


 Economic Drain Theory এর প্রবক্তা কে ?
আবুল কালাম আজাদ
মহাত্মা গান্ধী
খান আব্দুল গফফর খান
দাদাভাই নওরোজি 


 “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানটি কে দিয়েছিলেন ?
ইকবাল
গান্ধিজি
ভগত সিং 
সুভাষ চন্দ্র বসু 


 বায়ুতে শব্দের বেগ কীসের ওপর নির্ভরশীল নয় ?
ঘনত্ব
আর্দ্রতা
চাপ 
তাপমাত্রা 


 প্রেসার কুকারের ওপর রাখা একটি ক্ষুদ্র ওজন বাষ্পচাপ বৃদ্ধি করে কারণ –
ধাতুর ঘনত্ব খুব বেশি
একটি বায়ুনিরুদ্ধ
স্পর্শতলের ক্ষেত্রফল খুব কম 
উদ্ভূত চাপ, যে ওজন রাখা হয়েছে তার ওপর নির্ভর করে না 


 রঙের সঠিক পর্যায়ক্রম কোনটি ?
বেগুনী, নীল, কমলা, লাল 
হলুদ, কমলা,বেগুনী, লাল
বেগুনী, হলুদ, সবুজ, সাদা
সবুজ, হলুদ, নীল, লাল 


 ভিল উপজাতি ভারতের কোন অঞ্চলে বসবাস করে ?
পূর্ব ভারত
পশ্চিম ভারত
মধ্য ভারত 
উত্তর ভারত 


 উদ্যোগিক বিষ বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত ?
জামশেদপুর
নিউ দিল্লী
পানাজি
লখনউ 


 যুধিষ্ঠির এর ছদ্মনাম কি ছিল ?
চিত্রসেন
বল্লভ
কঙ্কন 
তান্তি পাল 


 কে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন ?
আম্বেদকর
জয় প্রকাশ নারায়ণ
মহাত্মা গান্ধী 
রাজ নারায়ণ  


 ঘরের তাপমাত্রায় নীচের কোন ধাতু তরল থাকে ?
পারদ 
প্ল্যাটিনাম
জিঙ্ক
সীসা 


 ‘Ocean of Storms’ কাকে বলা হয় ?
মঙ্গল
বুধ
পৃথিবী
চাঁদ 


 কোন ধরণের শিলাভূমিতে আট্রেজীয় কূপ দেখা যায় ?
রূপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা 
কোনটিই নয়


 নাইট্রিক অক্সাইড কি ধরণের অক্সাইড ?
আম্লিক
ক্ষারীয় 
প্রশম 
কোনটিই নয় 


 ‘সমাচার দর্পণ’ পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয় ?
১৮১৬ সালে
১৮১৮ সালে 
১৮২০ সালে
১৮২২ সালে


 ‘লিবেরেটর’ উপাধি কে ধারণ করেছিলেন ?
অশোক 
চন্দ্রগুপ্ত মৌর্য
আলেকজান্ডার
বিক্রমাদিত্য 


 ২০২১ এর গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
বেজিং
টোকিও 
লস অ্যাঞ্জেলেস
বার্লিন 


 ২০২২ এর শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
বেজিং 
মিলানো কর্টিনা
প্যারিস
লস অ্যাঞ্জেলেস


 সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত হয় ?
মাইটোকন্ড্রিয়ায় 
ক্লোরোপ্লাস্টের গ্রানায় 
ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় 
কোনটিই নয় 


 গবাদি পশুদের mouth and Foot রোগ কীসের আক্রমণে হয় ?
ভাইরাস 
ব্যাকটেরিয়া
ফাঙ্গাস
প্রোটোজোয়া 


 গঙ্গা নদী কোন হিমালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
নেপাল হিমালয়
কুমায়ুন হিমালয় 
ভুটান হিমালয়
অরুণাচল প্রদেশ হিমালয়  


 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে ?
সতিশচন্দ্র বসু 
অ্যানি বেসান্ত
অরবিন্দ ঘোষ
গোপালকৃষ্ণ গোখলে 


 কোন খেলায় ‘লেডি রতন টাটা ট্রফি’ দেওয়া হয় ?
ক্রিকেট
ফুটবল
টেনিস
হকি 


 কোন দেশের পার্লামেন্টকে ‘সোংডু’ বলা হয় ?
নেপাল
ভুটান 
চীন
মায়ানমার 


 মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
গুজরাট 
রাজস্থান
ওড়িশা
কর্ণাটক 


 যুব অলিম্পিকে সোনার পদক পাওয়া মনু ভাকর কোন খেলার সঙ্গে যুক্ত ?
টেনিস
ব্যাডমিন্টন
দৌড়বিদ
শ্যুটিং 


 সম্প্রতি কোন রাজ্য ‘স্বচ্ছধারা’ কার্যক্রম চালু করলো ?
পশ্চিমবঙ্গ
কেরল
তামিলনাড়ু
অন্ধ্রপ্রদেশ 


 তৃতীয় ‘কবীর উৎসব’ কোথায় অনুষ্ঠিত হল ?
কলকাতা
দেরাদুন
নিউ দিল্লী
বারাণসী  


 সম্প্রতি প্রয়াত হলেন এম. করুণানিধি, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?
কর্ণাটক
তেলেঙ্গানা
অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু 



সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : WBP Constable Preliminary Practice Set 08
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download

More PDFDownload Link
WBP Constable Preliminary Practice Set 07Click Here
WBP Constable Preliminary Question PaperClick Here

10 comments: