GK Album Part-62 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-62 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-62; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
GK Album Part-62
❖ "গদর" কথাটির অর্থ কি ?
উত্তরঃ বিদ্রোহ।
❖ "প্রাচ্য ও প্রাশ্চাত্য" কার লেখা ?
উত্তরঃ বিবেকানন্দ।
❖ হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত।
❖ বুমলাপাস ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
❖ স্বত্ববিলোপ নীতি কত সালে চালু হয়েছিল ?
উত্তরঃ ১৮৪৮ সালে।
❖ তৃতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তরঃ ১৮৮৫ সালে।
❖ অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ শিশির ঘোষ।
❖ চেঙ্গিস খান কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১২২১ সালে।
❖ পোর্টোনভোর যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তরঃ ১৭৮১ সালে।
❖ কত সালে সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করে জার্মানির অভিমুখে যাত্রা করেন ?
উত্তরঃ ১৯৪১ সালে।
Railway group d previous year question and solved paper
ReplyDelete