Breaking



Thursday 4 February 2021

WBP Constable Preliminary 2021 Practice Set in Bengali PDF

WBP Constable Preliminary 2021 Practice Set in Bengali PDF || পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF

WBP Constable Preliminary 2021 Practice Set in Bengali PDF Download
WBP Constable Preliminary 2021 Practice Set in Bengali PDF Download 

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, WBP Constable Preliminary 2021 Practice Set in Bengali PDF সম্পূর্ণ সিলেবাসভিত্তিক।

          প্র্যাকটিস সেটটির মধ্যে জেনারেল নলেজ থেকে পঁচিশটি, অঙ্ক থেকে পনেরোটি এবং রিজনিং থেকে দশটি মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। 

         সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি দেখে নাও এবং অফলাইনে প্র্যাকটিসের জন্য নীচ থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। 

WBP Constable Preliminary 2021 Practice Set

সম্প্রতি ওড়িশা উপকূলে সৃষ্টি হওয়া ঝড়ের নাম কি ?
তিতলি 
আয়লা
সোহিনী
মৌসুমি


 ‘জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস’ কবে পালন করা হয় ?
৫ই নভেম্বর
৭ই নভেম্বর 
৯ই নভেম্বর
১১ই নভেম্বর


 সম্প্রতি কোন দেশ ড্রাগ সম্বন্ধীয় অপরাধের জন্য মৃত্যুদণ্ড চালু করলো ?
চিন
মালয়েশিয়া
শ্রীলঙ্কা 
সৌদি আরব 


 কোন দেশের সরকারী চাকরির ক্ষেত্রে সমস্ত রকম সংরক্ষণ তুলে দিলেন ?
নেপাল
বাংলাদেশ
পাকিস্তান
শ্রীলঙ্কা 


 ধর্ষণকে "জাতীয় জরুরি অবস্থা" হিসাবে ঘোষণা করলো কোন দেশ ?
মালি
লাইবেরিয়া 
ত্রিনিদাদ
ইউটোপিয়া


 ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
আমেরিকা
কানাডা
আয়ারল্যান্ড
দক্ষিণ আফ্রিকা 


 'এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি' গ্রন্থের লেখক কে ?
আচার্য প্রফুল্লচন্দ্র রায় 
ম্যাসেল ফুকো
রবীন্দ্রনাথ ঠাকুর
শেক্সপিয়ার


 দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
মাউন্ট আবু
দোদাবেতা
চীনকালদা
আনাইমুদি 


 ভারতের প্রথম কন রাজ্য মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ করলো ?
কেরালা
তামিলনাড়ু 
পশ্চিমবঙ্গ
মহারাষ্ট্র


 কোন টেলিকম কোম্পানি তাদের নাম পরিবর্তন করে "VI" রাখলো ?
জিও
ভোডাফোন-আইডিয়া 
এয়ারটেল
ইউনিনর


 বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
কৃষ্ণদেব রায়
বহুলুল লোদী
আলাউদ্দিন বাহমান শাহ 
খিজির খাঁ


 নিখিল ভারত কৃষকসভা কবে স্থাপিত হয় ?
১৯৩৪ সালে 
১৯৩৬ সালে 
১৯৩৮ সালে 
১৯৪০ সালে 


 কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় ?
১৯০৩ সালে 
১৯০৪ সালে
১৯০৫ সালে 
১৯০৬ সালে 


 কত সালে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?
১৯৪২ সালে 
১৯৪৪ সালে 
১৯৪৬ সালে 
১৯৪৮ সালে 


 ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা কত ছিল ?
২০টি
২২টি 
২৪টি
৩০টি


 ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন ?
প্রথম দেবপাল
শশাঙ্ক
বিজয় সেন
লক্ষণ সেন 


 আফগানিস্থানের দীর্ঘতম নদী কোনটি ?
হরিরুদ
হেলমন্দ 
আমুদরিয়া
আর্যান্দার


 নাগরিকের অধিকার কে আইন দ্বারা নিয়ন্ত্রিত করেন ?
রাষ্ট্রপতি
সুপ্রিমকোর্ট
লোকসভা 
ক্যাবিনেট


 স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন ?
মতিলাল নেহরু
চিত্তরঞ্জন দাশ 
রাজেন্দ্রপ্রসাদ
রাজা গোপালাচারী


 কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?
ক্ষেমেন্দ্র
কলহন
ভবভূতি
বানভট্ট 


➤ ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ?
ডঃ ভার্গিস ক্যুরিয়েনকে 
ডঃ স্বামীনাথনকে
ডঃ মণি রতন সিংকে
ডঃ বিকাশ রাস্তোগিকে


 পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয় ?
১৯৪৮ সালে
১৯৫৪ সালে 
১৯৬৪ সালে 
১৯৭৪ সালে 


 ইন্দোনেশিয়ার রাজধানী কী ?
জাকার্তা 
বুদাপেস্ট
সুভা
বোগোটা


 কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৯২৫ সালে 
১৯৩৫ সালে 
১৯৪৫ সালে 
১৯৫৫ সালে 


 ALEXA VOICE ASSISTANT এর জন্য কোন অভিনেতাকে নিযুক্ত করলো AMAZON কোম্পানি ?
সনু সুদ
অমিতাভ বচ্চন 
আমির খান
শাহরুখ খান



সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : WBP Constable Preliminary Practice Set 07
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download

More PDFDownload Link
WBP Constable Preli Practice Set 06 Click Here
WBP Constable SyllabusClick Here

5 comments:

  1. ONEK ONEK DHONNOBAD SIR/MAM RA

    ReplyDelete
  2. অনেক ভালো লাগলো ধন্যবাদ স্যার।
    বাকি 50 মার্কস ?

    ReplyDelete
  3. কলম webএ রাতদিন বিনামূল্যে অনবরত কর্মরত এখানে আমার সকল প্রিয় গুরুজনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা ,আজ তোমাদের জন্যই অনেক গরিব মধ্যেবিত্ব পরিবার থেকে উঠে আসা ছাত্র-ছাত্রীরা সাফল্যের চাবিকাঠি জয় করতে পেরেছে,তাদের মুখে নব হাসি ফুটিয়েছেন ,ধন্যবাদ কলম যা কখনোই থেমে থাকেনা সর্বদা এগিয়ে থাকে👌👌

    ReplyDelete