Breaking







Monday, 22 February 2021

GK Album Part-66

GK Album Part-66 || জিকে অ্যালবাম

GK Album Part-66
GK Album Part-66

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-66; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

GK Album Part-66

❖ Industries Act কত সালে গৃহীত হয়েছিল ? 
উত্তরঃ ১৯৫১ সালে। 

❖ সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে ? 
উত্তরঃ ১৯৪৮, ৬ই এপ্রিল। 

❖ জামিরখানা মসজিদ কে স্থাপন করেন ? 
উত্তরঃ আলাউদ্দিন খিলজী। 

❖ কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ ছত্রিশগড়। 

❖ কোন নদীর উপত্যকায় রবার চাষ হয় ? 
উত্তরঃ পেরিয়ার। 

❖ National Highway Authority of India (NHAI) সংস্থাটি কত সালে গঠিত হয় ? 
উত্তরঃ ১৯৮৮ সালে। 

❖ রাজা টোডরমল কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন ? 
উত্তরঃ আকবর। 

❖ জোসেফ ডুপ্লে কোথাকার প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন ? 
উত্তরঃ পন্ডিচেরি। 

❖ কার প্রকৃত নাম উলুঘ খান ? 
উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন। 

❖ স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন ? 
উত্তরঃ হরিলাল জে কানাইয়া। 

No comments:

Post a Comment