Breaking



Saturday 20 February 2021

GK Album Part-65

GK Album Part-65 || জিকে অ্যালবাম

GK Album Part-65
GK Album Part-65

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-65; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

GK Album Part-65

❖ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ? 
উত্তরঃ শুক্র।

❖ "সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি" -র প্রস্তাব কে করেন ? 
উত্তরঃ রামজে ম্যাকডোনাল্ড। 

❖ তিলপাড়া বাঁধটি কোন নদীর উপর নির্মিত ? 
উত্তরঃ ময়ূরাক্ষী। 

❖ ফেডারেল কোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ ১৯৩৭ সালে। 

❖ বিখ্যাত স্থান "হাইড পার্ক" কোথায় অবস্থিত ? 
উত্তরঃ লন্ডন। 

❖ কোন সালে ভারতে কিষান ক্রেডিট কার্ড চালু হয় ? 
উত্তরঃ ১৯৯৮ সালে। 

❖ সমুদ্র গুপ্তের সভাকবি কে ছিলেন ? 
উত্তরঃ হরিষেণ। 

❖ কে শকারি উপাধি গ্ৰহণ করেছিল ? 
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 

❖ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? 
উত্তরঃ সান্দাকফু। 

❖ কেনিয়ার রাজধানীর নাম কি ? 
উত্তরঃ নাইরোবি। 

No comments:

Post a Comment