GK Album Part-61 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-61 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-61; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
GK Album Part-61
❖ বাংলায় প্রথম কোথায় ইংরেজ কুটির স্থাপিত হয় ?
উত্তরঃ হুগলী।
❖ পান্ডুয়ার আদিনা মসজিদ কার তৈরি ?
উত্তরঃ সিকান্দার শাহ।
❖ "সারিপুও প্রকরণ" নাটকটি কার লেখা ?
উত্তরঃ অশ্বঘোষ।
❖ অমৃতসরের হরমন্দির কে তৈরি করেন ?
উত্তরঃ গুরু অর্জুন।
❖ ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ তারকনাথ দাস।
❖ মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ?
উত্তরঃ ১৯২৯ সালে।
❖ ১৮৭৭ সালে প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল ?
উত্তরঃ নাগপুর।
❖ বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালিত হয় ?
উত্তরঃ ৯ই আগস্ট।
❖ মরডেকা কোন দেশের সংবাদপত্র ?
উত্তরঃ জাকার্তা।
❖ অস্কার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯২৯ সাল।
thank you
ReplyDelete