Breaking







Monday, 8 February 2021

GK Album Part-59

GK Album Part-59 || জিকে অ্যালবাম

GK Album Part-59
GK Album Part-59

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-59; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

 নবম শিখগুরু তেগবাহাদুরকে হত্যা করেন কোন মুঘল সম্রাট ?
উত্তরঃ মুঘল সম্রাট ঔরঙ্গজেব। 

❖ খারবেল কোন বংশের শাসক ছিলেন ?
উত্তরঃ চেদি বংশের। 

❖ "দেবী চন্দ্রগুপ্তম্‌" এর রচয়িতা কে ?
উত্তরঃ বিশাখাদত্ত। 

❖ বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন ?
উত্তরঃ লক্ষণ সেন। 

❖ আইন-ই-সিকন্দরি গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ আমীর খসরু। 

❖ ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৭৮৪ খ্রিস্টাব্দে। 

❖ সালোকসংশ্লেষ সবচেয়ে কম হয় কোন আলোয় ?
উত্তরঃ সবুজ আলোয়। 

❖ খাদ্য পরিবাহী উদ্ভিদ কলা হল ?
উত্তরঃ ফ্লোয়েম। 

❖ পাকস্থলী থেকে ক্ষরিত উৎসেচক হল ?
উত্তরঃ পেপসিন। 

❖ প্রাণীদের দীর্ঘতম কোশ কোনটি ?
উত্তরঃ স্নায়ুকোশ।

1 comment: