Breaking







Saturday, 6 February 2021

GK Album Part-58

GK Album Part-58 || জিকে অ্যালবাম

GK Album Part-58
GK Album Part-58

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-58; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

❖ ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উত্তরঃ সিয়াচেন। 

❖ নাসিক শহরটি কোন নদী উপত্যকায় অবস্থিত ?
উত্তরঃ গোদাবরী। 

❖ ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ রিষড়া। 

❖ কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয় ?
উত্তরঃ পারদ।
 
❖ অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন ?
উত্তরঃ কৌটিল্য। 

❖ ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন ?
উত্তরঃ ডি উদয়কুমার। 

❖ শিবাজী সাগর কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র। 

❖ কে প্রথম পরমবীর চক্র পান ?
উত্তরঃ মেজর সোমনাথ শর্মা। 

❖ ভারতের প্রথম মহিলা মেয়র ?
উত্তরঃ সুলোচনা মোদী। 

❖ কন্যাশ্রী দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ১৪ই আগস্ট।

No comments:

Post a Comment