Breaking







Sunday 31 January 2021

GK Album Part-57

GK Album Part-57 || জিকে অ্যালবাম

GK Album Part-57
GK Album Part-57

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-57; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

❖ পঞ্চতন্ত্র কার রচনা ?
উত্তরঃ বিষ্ণুশর্মা। 

❖ ডায়াবেটিস রোগ হয় ?
উত্তরঃ ইনসুলিন অভাবে। 

❖ সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয় ?
উত্তরঃ ১৯৫১ সালে। 

 এনকেফালাইটিস অসুখে মানব শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্থ হয় ?
উত্তরঃ মস্তিষ্ক। 

❖  এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ? 
উত্তরঃ ইয়াং-সি-কিয়াং। 

❖ মুসাম্মান বুর্জ সৌধ কে তৈরি করিয়েছিলেন ?
উত্তরঃ শাহজাহান। 

❖ "মহামতি" কাকে বলা হত ?
উত্তরঃ আকবর। 

❖ দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় গঠিত ? 
উত্তরঃ ব্যাসল্ট। 

❖ "মেজর ধ্যানচাঁদ বিজয়পথ যোজনা" লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
উত্তরঃ উত্তরপ্রদেশ। 

❖ অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষা দিবস পালন করা হয় কোন দিন ?
উত্তরঃ ২৯শে আগস্ট। 

No comments:

Post a Comment