GK Album Part-56 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-56 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-56; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ আমীর খসরু কার সভাকবি ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি।
❖ "India Wins Freedom" বইটি কার লেখা ?
উত্তরঃ আবুল কালাম আজাদ।
❖ মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি ?
উত্তরঃ তামা।
❖ "সারদা আইন" নীচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বাল্য বিবাহ আইন।
❖ বিক্রমশীলা বিহার স্থাপন কে করেছিল ?
উত্তরঃ ধর্মপাল।
❖ রামচরিত গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ সন্ধ্যাকর নন্দী।
❖ হোমরুল আন্দোলনের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ অ্যানি বেসান্ত।
❖ কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজী।
❖ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড ডাফরিন।
❖ নেতাজী কত সালে প্রথম কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হন ?
উত্তরঃ ১৯৩৮ সালে।
No comments:
Post a Comment