Breaking







Sunday, 17 January 2021

GK Album Part-50

GK Album Part-50 || জিকে অ্যালবাম

GK Album Part-50
GK Album Part-50

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-50; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ লবণ সত্যাগ্রহ কোন সালে হয় ?
উত্তরঃ ১৯৪৬ সাল।

❖ ১৫ই আগস্ট ভারতের সাথে আর কোন দেশ স্বাধীনতা লাভ করেছিল ?
উত্তরঃ কঙ্গো।

❖ জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৮শে ফেব্রুয়ারি।

❖ কোন নদীর ওপর মেটুর বাঁধ নির্মিত হয়েছে ? 
উত্তরঃ কাবেরী।

❖ ভারতের কোন উপজাতির সংখ্যা সর্বাধিক ?
উত্তরঃ গোন্দ।

❖ প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
উত্তরঃ আশাপূর্ণা দেবী।

❖ কিসের কারনে জলবসন্ত হয় ?
উত্তরঃ ভাইরাস।

❖ আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ হকি।

❖ ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তরঃ গোয়া।

❖ মিশরের জাতীয় খেলার নাম কি ?
উত্তরঃ ফুটবল।

❖ হোটেল ডু ল্যাক বইটি কে রচনা করেছিলেন ? 
উত্তরঃ অনিতা ব্রকনার। 

No comments:

Post a Comment