Breaking



Thursday 7 January 2021

GK Album Part-45

GK Album Part-45 || জিকে অ্যালবাম

GK Album Part-45
GK Album Part-45

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-45; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

❖ আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে।

❖ আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে ?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

❖ ‘আমার সংগ্রাম’ গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ হিটলার।

❖ ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয় ?
উত্তরঃ তুরস্ককে। 

'ইয়ং ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ লালা লাজপত রায়। 

❖ কত সালে নৌ বিদ্রোহ ঘটে ?
উত্তরঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে। 

❖ কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয় ?
উত্তরঃ ১৮২৯ খ্রিস্টাব্দে।

❖ কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় ?
উত্তরঃ মাদাম কামা।

❖ কে ব্ল্যাকশার্ট বাহিনী গঠন করেন ?
উত্তরঃ মুসোলিনি।

❖ কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয় ?
উত্তরঃ মেইন ক্যাম্প।

❖ গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ লালা হরদয়াল।

No comments:

Post a Comment