Breaking



Thursday 7 January 2021

Railway Group D Practice Set in Bengali PDF

Railway Group D Practice Set in Bengali PDF || Part:08

Railway Group D Practice Set in Bengali - PDF Download
Railway Group D Practice Set in Bengali - PDF Download

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ সিলেবাসভিত্তিক Railway Group D Practice Set in Bengali PDF; যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবে।

           এই প্র্যাকটিস সেটটির মধ্যে সিলেবাসে দেওয়া চারটি বিষয় থেকে মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নগুলি দেখে নাও আর হ্যাঁ প্রশ্নগুলির ঠিক নীচেই প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে।

➧ Railway Group D Practice Set in Bengali :

➤ ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় ?
লর্ড ওয়েলেসলিকে
লর্ড রিপনকে
লর্ড কর্ণওয়ালিসকে
লর্ড ডালহৌসিকে


➤ ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু কি নামে পরিচিত ?
খামসিন
বোরা
চিনুক
মিস্ট্রাল


➤ মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত ?
সোরা
সিয়েম
নেসেট
মজলিশ


➤ কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লীকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় ?
৬৬তম
৬৭তম
৬৮তম
৬৯তম


➤ সর্বোদয় কথাটির অর্থ কি ?
সকলের উন্নতি
স্বরাজ্য পার্টি
সম্পূর্ণ বিপ্লব
অসহযোগ


➤ রাংপো শহর কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরপ্রদেশ
ত্রিপুরা
মণিপুর
সিকিম


➤ হরপ্পা সভ্যতার কোথায় তামার চাকার নিদর্শন আবিষ্কৃত হয়েছিল ?
কুন্তল
লোথাল
বনওয়ারী
দায়মাবাদ


➤ ৯২তম সংবিধান সংশোধনের মাধ্যমে কতগুলি ভাষাকে যুক্ত করা হয়েছিল ?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি


➤ প্রথম কোন চলচ্চিত্র অভনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান ?
নার্গিস দত্ত
কঙ্গনা রানাউত
রাণী রামপাল
সারিতা যোশী


➤ তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে ?
চারটি
সাতটি
নয়টি
দশটি


➤ কত সালে হাওড়া স্টেশন নির্মিত হয় ?
১৯০৪ সালে
১৯০৫ সালে
১৯০৬ সালে
১৯০৭ সালে


➤ দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ
ঝাড়খণ্ড
আসাম


➤ কত সালে ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হয় ?
১৭৯০ সালে
১৭৯২ সালে
১৭৯৪ সালে
১৭৯৫ সালে


➤ কলকাতার রাজভবন কত সালে নির্মিত হয় ?
১৮০০ সালে
১৮০৩ সালে
১৮০৫ সালে
১৮০৭ সালে


➤ ভারতের জাতীয় সংগীত গাইবার সময়সীমা কত ?
৫১ সেকেন্ড
৫২ সেকেন্ড
৫৩ সেকেন্ড
৫৪ সেকেন্ড


➤ বিভব প্রভেদের একক কি ?
অ্যাম্পিয়ার
ভোল্ট
ওহম
জুল


➤ চৌম্বক আবেশের একক কি ?
ওরস্টেড
হেনরি
গাউস
ওয়েবার


➤ টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় কোথায় ?
পাকরসে
অগ্ন্যাশয় রসে
পিত্তরসে
লালারসে


➤ কোন ভারতীয় সুপার বাগ ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা ?
এম এস স্বামীনাথন
আনন্দমোহন চক্রবর্তী
ডব্লু  ভি রমন
এস চিদাম্বরম


➤ জোনাকি পোকায় কি থাকার জন্য আলো জ্বলে ?
ইথাইল মারকাপ্টান
থার্মাইট
ক্লোরোপিকরিন
ফসফরাস ডাইহাইড্রাইট


➤ শাকসব্জি সবুজ রাখতে কি ব্যবহার করা হয় ?
অ্যামেনিয়াম সালফেট
জিঙ্ক সালফেট
ম্যাগনেসিয়াম সালফেট
কপার সালফেট


➤ ব্যাকটেরিয়ার দেহ কি প্রকৃতির ?
এককোশী
দ্বিকোশী
বহুকোশী
অকোশীয়


➤ কীসের অভাবে হিমোফিলিয়া রোগ পরিলক্ষিত হয় ?
হেপারিন
ফ্যাক্টর - VI
ফ্যাক্টর - VII
ফ্যাক্টর - VIII


➤ শ্বাসনালী ফুলকা কোন প্রাণীর মধ্যে দেখা যায় ?
মশার লার্ভা
মাছ
রাজ কাঁকড়া
স্যলমেন্ডার


➤ নীচের কোনটিকে আত্মঘাতি থলি বলা হয় ?
রাইবোজোম
লাইসোজোম
ক্রিসটা
গলগিবডি


➤ বেলিনির নালী কোথায় থাকে ?
বৃক্কে
অগ্নাশয়ে
ডিম্বাশয়ে
শুক্রাশয়ে


➤ একক শর্করাকে কি বলা হয় ?
মনোস্যাকারাইড
পলিস্যাকারাইড
ডাই স্যাকারাইড
কোনটিই নয়


➤ অক্সিজেন ও ওজন পরস্পরের কি ?
আইসোটোপ
আইসোবার
আইসোটোন
অ্যালোট্রপ


➤ মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি ?
থাইমাস
থাইরয়েড
অগ্নাশয়
পিটুইটারি


➤ দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য ?
কার্বোহাইড্রেট
প্রোটিন
ফ্যাট 
ভিটামিন


➤ 5 টাকার কত অংশ 1.25 হবে ?
20
23
25
28


➤ কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোন পরিবার কয়লার ব্যবহার শতকরা কত পরিমাণ কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে ?
20%
22%
23%
24%


➤ সাহেবের বয়স গৌরাঙ্গের বয়সের 6 গুণ।  আগামী 20 বছর পরে সাহেবের বয়স গৌরাঙ্গের বয়সের দ্বিগুণ হবে।  বর্তমানে সাহেবের বয়স কত ?
5
30
35
40


➤ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 10 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের 4 গুণ ছিল।  তবে পুত্রের বর্তমান বয়স কত হবে ?
14
16
18
20


➤ কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের উপর পরপর 30% এবং 20% ছাড়ের সমতুল্য ছাড়ের মান কত ?
42
44
43
46


➤ একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15cm হলে উহার ক্ষেত্রফল কত হবে ?
45√3
75√3
105√3
225√3


➤ একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 8:5, মেঝেটির প্রস্থ যদি 15 মিটার হয় তবে মেঝেটির পরিসীমা কত ?
65 মিটার
78 মিটার
86 মিটার
90 মিটার


➤ চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত সংখ্যা যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে ?
32
43
75
132


➤ কোনো একটি বহুভুজের অন্তঃকোণগুলির যোগফলের মান তার বহিঃ কোণগুলির যোগফলের মানের দ্বিগুণ।  বহুভুজটির সংখ্যা কত ?
5
6
7
8


➤ দুটি লম্ব-বৃত্তাকার চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত যথাক্রমে 2:3 এবং 3:8 হলে ব্যাসার্ধের অনুপাত কত হবে ?
16:9
9:16
3:4
4:3


➤ 20 সেমি বাহুবিশিষ্ট একটি ঘনক থেকে 4 সেমি বাহুবিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যায় ?
110
124
125
135


➤ ATTRIBUTION , TTRIBUTIO , RIBUTIO , IBUTI , ?
IBU
UT
UTI
BUT


➤ 6 জন বালক বৃত্তাকারভাবে কেন্দ্র অভিমুখে দাঁড়িয়ে আছে। অলোক দাঁড়িয়েছে প্রভাতের বাঁদিকে। সুনীলের অবস্থান অশোক ও বিকাশের মাঝে। হরি দাঁড়িয়েছে অলোক ও অশোকের মাঝে। হরির বাঁদিকে কে আছে ?
অশোক
অলোক
সুনীল
প্রভাত


➤ ABD , DGK , HMS , MTB , SBL , ?
XKW
ZAB
ZKU
ZKW


➤ রাধা সুনিতার চেয়ে ছোট কিন্তু রিতার থেকে বড়। রিতা, গীতার থেকে বড়। শ্যাম, রিতার থেকে বড় ও রাধার চেয়ে ছোট। কে সর্বকনিষ্ঠ ?
রিতা
সুনিতা
শ্যাম
গীতা


➤ 198 , 194 , 185 , 169 , ?
92
112
136
144


➤ যদি 20-2=20, 25-4=50, 30-8=120 হয়, তাহলে 24-6= ?
72
86
90
96


➤ 6 , 17 , 39 , 72 , ?
83
94
116
127


➤ 5টি বই একটি স্তুপে আছে। অঙ্কের বইয়ের উপরে ইংরেজি বই আছে। আবার বানিজ্যের বই জীববিদ্যার বইয়ের নীচে আছে। অঙ্কের বই জীববিদ্যার বইয়ের উপরে এবং অঙ্কনের বই বাণিজ্যের বইয়ের নীচে আছে। ঠিক মধ্যবর্তী জায়গায় কোণ বই আছে ?
অঙ্ক
অঙ্কন
ইংরেজি
জীববিদ্যা


➤ 240 , ? , 120 , 40 , 10 , 2 , ?
180
240
420
480


File Details:
PDF Name : Railway Group D Practice Set 08
Language : Bengali
Size : 0.8 mb 
No. of Pages : 7
Download Link : Click Here To Download

More PDF
Download Link
Practice Set 07Click Here
Question Paper 2018Click Here

2 comments:

  1. Thank you very much for providing such valuable practice set.it is really helpful for us who are struggling for govt exam.thank you once again.

    ReplyDelete
  2. thank you very much for providing such valuable practice set

    ReplyDelete