GK Album Part-44 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-44 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-44; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ শশাঙ্ক।
❖ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলিনসন।
❖ টেলিফোনের আবিষ্কারক কে ?
উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল।
❖ শেরশাহের পুলিশবাহিনীকে কি নামে ডাকা হত ?
উত্তরঃ মুকদ্দম।
❖ রাওলাট আইন কার সময়ে পাশ হয়েছিল ?
উত্তরঃ লর্ড চেমসফোর্ড।
❖ জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে ?
উত্তরঃ আফ্রিকা ও স্পেনকে।
❖ সুরেন্দ্রনাথ ব্যানার্জীকে দেশনায়ক বলেছেন কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
❖ ফাদার মার্টিন কার ছদ্মনাম ?
উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়।
❖ পঞ্চশীল নীতির প্রবর্তক কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
❖ কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয় ?
উত্তরঃ প্রমথনাথ মিত্রকে।
❖ অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন ?
উত্তরঃ শচীন্দ্র প্রসাদ বসু।
No comments:
Post a Comment