GK Album Part-43 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-43 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-43; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ থানেশ্বর রাজ্য কে স্থাপন করেন ?
উত্তরঃ প্রভাকরবর্ধন।
❖ প্রাচীন ভারতে উত্তরাপথের সর্বাধিনায়ক বা সকল উত্তরপথনাথ কাকে বলা হত ?
উত্তরঃ হর্ষবর্ধনকে।
❖ পল্লবদের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ কাঞ্চি নগরে।
❖ আগ্নেয়গিরিকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ তিনভাগে।
❖ দ্বৈত শাসন কে প্রচলন করেন ?
উত্তরঃ লর্ড ক্লাইভ।
❖ মালাস্কা প্রণালী যুক্ত করেছে ?
উত্তরঃ বঙ্গোপসাগর ও জাভা সাগরকে।
❖ বিশ্ব হস্তী দিবস কবে পালন হয় ?
উত্তরঃ ১২ই আগস্ট।
❖ মালাধর বসুকে গুনরাজ খাঁ উপাধি দেন কে ?
উত্তরঃ বরবক শাহ।
❖ নাৎসিবাদের তাত্ত্বিক প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ যোসেফ গোয়েবলস।
❖ ফ্যাসিস্ট দল কে গঠন করেন ?
উত্তরঃ মুসোলিনি।
No comments:
Post a Comment