বাংলা সমার্থক শব্দ তালিকা PDF - Bangla Somarthok Shobdo Talika PDF
![]() |
বাংলা সমার্থক শব্দ তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে Bangla Somarthok Shobdo Talika PDF; যেটির মধ্যে ২৫০টিরও বেশী সমার্থক শব্দের একটি সুন্দর তালিকা পেয়ে যাবে। যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে আগত পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।
কিছু নমুনাঃ
শব্দ | সমার্থক শব্দ |
---|---|
অতিথি | আগন্তুক, গৃহাগত, অভ্যাগত। |
আকাশ | গগন, অন্তরীক্ষ, অম্বর, নভ। |
ইচ্ছা | মনোরথ, অভিলাষ, অভিপ্রায়, স্পৃহা। |
ঈশ্বর | বিধাতা, পরমেশ্বর, ঈশ, ভগবান, দেবতা। |
ঊষা | প্রাতঃ, প্রত্যুষ, সকাল, প্রভাত, ভোর। |
ঋণ | কর্জ, ধার, দেনা। |
কেশ | অলক, চিকুর, কুন্তল, চুল। |
গৃহ | নিকেতন, নিলয়, সদন, আলয়, ঘর। |
জল | পানি, অম্বু, নীর, বারি, অপ, উদক। |
ঝড় | বাত্যা, প্রভঞ্জন, ঝটিকা। |
ভ্রাতা | ভাই, সোদর, সহদোর, অগ্রজ, অনুজ। |
ধেনু | গরু, গাভী, গো। |
মাতা | মা, অম্বা, গর্ভধারিণী, জননী, জন্মদাত্রী। |
মানুষ | মানব, নর, মনুষ্য, লোক। |
সরস্বতী | বাণী, বীণাপানি, সারদা, ভারতী। |
স্ত্রী | পত্নী, ভার্ষা, বউ, জায়া, রমণী। |
শিব | মহাদেব, মহেশ্বর, চন্দ্রশেখর, শঙ্কর। |
দয়া | অনুকম্পা, করুণা, অনুগ্রহ। |
দীন | দরিদ্র, গরিব, দুঃখী। |
গঙ্গা | জাহ্নবী, ভাগীরথী, সুরধনী। |
PDF Name : Bangla Somarthok Shobdo Talika
Language : Bengali
Size : 1 mb
No. of Pages : 12
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
পদ পরিবর্তন তালিকা | Click Here |
সমাসের সাতকাহণ | Click Here |
No comments:
Post a Comment