Breaking



Wednesday 6 January 2021

বাংলা সমার্থক শব্দ তালিকা PDF - Bangla Somarthok Shobdo Talika PDF

বাংলা সমার্থক শব্দ তালিকা PDF - Bangla Somarthok Shobdo Talika PDF

বাংলা সমার্থক শব্দ তালিকা PDF - Bangla Somarthok Shobdo Talika PDF
বাংলা সমার্থক শব্দ তালিকা PDF

কলম 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে Bangla Somarthok Shobdo Talika PDF; যেটির মধ্যে ২৫০টিরও বেশী সমার্থক শব্দের একটি সুন্দর তালিকা পেয়ে যাবে। যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে আগত পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। 

কিছু নমুনাঃ 

শব্দসমার্থক শব্দ
অতিথিআগন্তুক, গৃহাগত, অভ্যাগত।  
আকাশগগন, অন্তরীক্ষ, অম্বর, নভ। 
ইচ্ছামনোরথ, অভিলাষ, অভিপ্রায়, স্পৃহা।
ঈশ্বরবিধাতা, পরমেশ্বর, ঈশ, ভগবান, দেবতা।
ঊষাপ্রাতঃ, প্রত্যুষ, সকাল, প্রভাত, ভোর। 
ঋণ কর্জ, ধার, দেনা। 
কেশঅলক, চিকুর, কুন্তল, চুল।
গৃহনিকেতন, নিলয়, সদন, আলয়, ঘর। 
জলপানি, অম্বু, নীর, বারি, অপ, উদক। 
ঝড়বাত্যা, প্রভঞ্জন, ঝটিকা।
ভ্রাতাভাই, সোদর, সহদোর, অগ্রজ, অনুজ। 
ধেনুগরু, গাভী, গো।
মাতা মা, অম্বা, গর্ভধারিণী, জননী, জন্মদাত্রী। 
মানুষ মানব, নর, মনুষ্য, লোক। 
সরস্বতীবাণী, বীণাপানি, সারদা, ভারতী। 
স্ত্রীপত্নী, ভার্ষা, বউ, জায়া, রমণী।
শিবমহাদেব, মহেশ্বর, চন্দ্রশেখর, শঙ্কর। 
দয়াঅনুকম্পা, করুণা, অনুগ্রহ। 
দীনদরিদ্র, গরিব, দুঃখী। 
গঙ্গাজাহ্নবী, ভাগীরথী, সুরধনী। 
File Details:
PDF Name : Bangla Somarthok Shobdo Talika
Language : Bengali
Size : 1 mb 
No. of Pages : 12
Download Link : Click Here To Download

More PDFDownload Link
পদ পরিবর্তন তালিকাClick Here
সমাসের সাতকাহণClick Here

No comments:

Post a Comment