Breaking



Tuesday 15 December 2020

RRB NTPC Practice Set in Bengali PDF

RRB NTPC Practice Set in Bengali PDF | Part-05

RRB NTPC Practice Set in Bengali PDF Download
RRB NTPC Practice Set in Bengali PDF Download

কলম 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, RRB NTPC Practice Set in Bengali PDF; যেটির মধ্যে সিলেবাসভিত্তিক তিনটি বিষয় থেকে মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত RRB NTPC পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবে। তাই দেরী না করে প্রশ্নগুলো দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটের পিডিএফটি সংগ্রহ করে নাও। 

➤ NTPC প্রতিষ্ঠিত হয় কত সালে ?
ক) ১৯৭৩ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৫ সালে 
ঘ) ১৯৭৬ সালে 


➤ হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত ?
ক) ৬০ বছর
খ) ৬২ বছর 
গ) ৬৫ বছর
ঘ) ৭০ বছর 


➤ ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি ?
ক) বিক্রম
খ) কিরণ
গ) শিবন 
ঘ) শৈলেস 


➤ উড়োজাহাজের উত্থান নির্ভর করে কোন সূত্রের ওপর ?
ক) কর্নোলির নীতি
খ) ডপলার নীতি
গ) নিউটনের তৃতীয় সূত্র 
ঘ) কোনটিই নয় 


➤ অপটিক্যাল ফাইবারে কোন নীতি কাজ করে ?
ক) প্রতিসরণ
খ) প্রতিফলন
গ) বিচ্ছুরণ
ঘ) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 


➤ জোফ্রা আর্চার কোন দেশের খেলোয়াড় ?
ক) অস্ট্রেলিয়া
খ) ইংল্যান্ড 
গ) নিউজিল্যান্ড
ঘ) ওয়েস্টইন্ডিজ 


➤ মাহি নদী কোথায় পতিত হয়েছে ?
ক) কচ্ছ উপসাগরে
খ) খাম্বাত উপসাগরে 
গ) মান্নার উপসাগরে
ঘ) কোনটিই নয় 


➤ বিশ্ব মানবাধিকার দিবস কোন দিন পালিত হয় ?
ক) ১০ই সেপ্টেম্বর
খ) ১০ই অক্টোবর
গ) ১০ই নভেম্বর
ঘ) ১০ই ডিসেম্বর 


➤ বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত ?
ক) রাজস্থান
খ) গুজরাট 
গ) তামিলনাড়ু
ঘ) উত্তরপ্রদেশ 


➤ কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে ?
ক) টেফলন
খ) হাইড্রোজেল 
গ) নাইলন
ঘ) মাইকা 


➤ ভারতের কোন রাজ্য সবথেকে বেশী দুগ্ধ উৎপাদন করে ?
ক) আসাম
খ) পশ্চিমবঙ্গ
গ) উত্তরপ্রদেশ 
ঘ) কেরালা 


➤ কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম ?
ক) পৃথিবী
খ) বৃহস্পতি
গ) শুক্র
ঘ) শনি 


➤ আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায় ?
ক) ভিটামিন এ 
খ) ভিটামিন বি
গ) ভিটামিন সি 
ঘ) ভিটামিন ডি 


➤ ভারতীয় হোমরুল সমাজের প্রতিষ্ঠাতা কে ?
ক) সাভারকার
খ) লালা হরদয়াল
গ) শ্যামজি কৃষ্ণ বর্মা 
ঘ) মদনলাল ধিংরা


➤ কোন সাগরে হিম প্রাচীর দেখা যায় ?
ক) প্রশান্ত মহাসাগর
খ) ভারত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর 
ঘ) আরব সাগর 


➤ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয় ?
ক) ১৯৩০ সালে 
খ) ১৯৩২ সালে 
গ) ১৯২০ সালে 
ঘ) ১৯৫০ সালে 


➤ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?
ক) গুরু নানক 
খ) গুরু অঙ্গদদেব
গ) গুরু গোবিন্দ সিং
ঘ) গুরু অর্জুনদেব


➤ মহাত্মা গান্ধির জন্ম হয় কত সালে ?
ক) ১৮৬২ সালে 
খ) ১৮৬৯ সালে 
গ) ১৯০১ সালে 
ঘ) ১৯৯২ সালে 


➤ ভারতের সবথেকে বড় স্তূপ কোনটি ?
ক) সাঁচি 
খ) সারনাথ
গ) বিদিশা
ঘ) কেশরিয়া


➤ জাতীয় প্রতিরক্ষা কলেজ কোথায় অবস্থিত ?
ক) পশ্চিমবঙ্গ
খ) কাদাভাসালা 
গ) চেন্নাই
ঘ) রাজস্থান


➤ চাণক্য -র প্রকৃত নাম কি ছিল ?
ক) সোমগুপ্ত
খ) বিষ্ণুগুপ্ত 
গ) সিংহবর্মণ
ঘ) রুদ্রবর্মণ


➤ ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?
ক) দ্বারকানাথ ঠাকুর
খ) চন্দ্রশেখর দেব
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) হেনরী ভিভিয়ান ডিরোজিও 


➤ ইনক্লাব জিন্দবাদ শ্লোগানটি প্রথম কে দিয়েছিলেন ?
ক) লোকমান্য তিলক
খ) বীর সাভারকার
গ) চন্দ্রশেখর আজাদ
ঘ) ভগত সিং 


➤ কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ?
ক) ১৯৩৫ সালে 
খ) ১৯৩৭ সালে 
গ) ১৯৩৯ সালে 
ঘ) ১৯৪০ সালে 


➤ চারমিনার কে নির্মাণ করেছিলেন ?
ক) ইব্রাহিম কুতুব শাহ
খ) কুলি কুতুব শাহ 
গ) আলি আদিল শাহ
ঘ) ইব্রাহিম আদিল শাহ II


➤ জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে ?
ক) 1:4
খ) 3:4
গ) 4:3 
ঘ) 4:1


➤ A ও B একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে শেষ করে। 4 দিন একসঙ্গে কাজ করার পর A চলে যায়।  বাকি কাজ B কতদিনে শেষ করবে ?
ক) 13 দিন
খ) 12 দিন
গ) 11 দিন 
ঘ) 10 দিন


➤ একটি চিড়িয়াখানায় হরিণ ও ময়ূরের মাথার সংখ্যা 50টি এবং পায়ের সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে ?
ক) 20
খ) 25
গ) 30 
ঘ) 35


➤ একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 280 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত ?
ক) 56
খ) 60
গ) 70
ঘ) 75


➤ একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ ও পায়রা আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290টি হলে খরগোশের সংখ্যা কটি ?
ক) 40
খ) 45 
গ) 50
ঘ) 55 


➤ একজন দালাল ক্রেতার কাছ থেকে 3 % কমিশন নেন এবং বিক্রেতার কাছে 4 % কমিশন নেন। তিনি একটি জায়গা বিক্রি করে যদি 7000 টাকা কমিশন পান, তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল ?
ক) 10000 টাকা
খ) 70000 টাকা
গ) 100000 টাকা
ঘ) 700000 টাকা


➤ এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিমি গতিতে গিয়ে বাকি অর্ধেক পথ 20 কিমি গতিতে যায়। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত ?
ক) 12 কিমি/ঘণ্টা 
খ) 15 কিমি/ঘণ্টা
গ) 24 কিমি/ঘণ্টা 
ঘ) 27 কিমি/ঘণ্টা


➤ তিনটি সংখ্যার অনুপাত 1 : 2 : 3 এবং তাদের গ.সা.গু. 5 হলে, সংখ্যা তিনটির গুণফল কত ?
ক) 30
খ) 150
গ) 180
ঘ) 200


➤ 4 জন লোক 4 দিনে 4 টি মাদুর তৈরি করে।  200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে ?
ক) 200 টি
খ) 1000 টি
গ) 5000 টি 
ঘ) 10000 টি 


➤ বাঁকুড়া থেকে পুরুলিয়ার বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত 5 : 3। ট্রেন ভাড়া 10 % ও বাস ভাড়া 20 % বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে ?
ক) 11 : 20
খ) 12 : 19
গ) 19 : 12
ঘ) 20 : 11


➤ ঘণ্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে ?
ক) 9 সেকেন্ডে 
খ) 12 সেকেন্ডে
গ) 13 সেকেন্ডে
ঘ) 15 সেকেন্ডে


➤ 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার লম্বা ব্রিজ কে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয় আবার একটি প্লাটফর্মকে অতিক্রম করে 18 সেকেন্ডে। প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?
ক) 200 মিটার 
খ) 250 মিটার
গ) 450 মিটার
ঘ) 400 মিটার


➤ একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ভেতরের চারদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত ?
ক) 48 বর্গসেমি 
খ) 64 বর্গসেমি
গ) 76 বর্গসেমি
ঘ) 84 বর্গসেমি 


➤ একটি শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান এবং উচ্চতা যথাক্রমে 3 সেমি ও 6 সেমি।  শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত কত ?
ক) 1 : 2
খ) 2 : 1
গ) 3 : 4
ঘ) 1 : 6


➤ বর্গক্ষেত্রের বাহু 11 সেন্টিমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত ?
ক) 3.5 সেন্টিমিটার
খ) 7 সেন্টিমিটার 
গ) 10.5 সেন্টিমিটার
ঘ) 14 সেন্টিমিটার


➤ মাসের 2 তারিখ শনিবার হলে, 26 তারিখের পরের দিন কি বার হবে ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার 
ঘ) বৃহস্পতিবার


➤ এক ব্যক্তির ছবি দেখিয়ে সুজন বলল “ওই ব্যক্তির বাবা আমার মায়ের একমাত্র সন্তান” তাহলে ছবিটি কার ?
ক) সুজনের বাবা 
খ) সুজনের কাকা
গ) সুজনের ভাই 
ঘ) সুজনের ছেলে


➤ Bank : Account :: School : ?
ক) Teacher
খ) Dinner
গ) Admission 
ঘ) Education


➤ আজ যদি বৃহস্পতিবার হয় তাহলে আজ থেকে 363 দিন পর কি বার হবে ?
ক) শুক্রবার
খ) সোমবার
গ) বুধবার 
ঘ) বৃহস্পতিবার


➤ হংকং : চিন :: ভ্যাটিকান সিটি : ?
ক) মিশর
খ) রোম 
গ) কানাডা
ঘ) বাংলাদেশ 


➤ পার্থ A বিন্দু থেকে যাত্রা শুরু করে 1 কিমি দক্ষিণ দিকে গেল। তারপর বাঁ দিকে ঘুরে 1 কিমি গেল আবার বাঁ দিকে ঘুরে 1 কিমি গেল। বর্তমানে পার্থ কোন দিকে মুখ করে আছে ?
ক) উত্তর-দক্ষিণ
খ) উত্তর-পশ্চিম
গ) উত্তর-পূর্ব
ঘ) উত্তর 


➤ AB : BE :: CJ : ?
ক) DP
খ) ER
গ) EP
ঘ) DQ 


➤ আগামী পরশু সোমবার হলে গত পরশুর আগের দিন কি বার ছিল ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার 
ঘ) শুক্রবার


➤ 2 : 10 :: 8 : ?
ক) 76
খ) 82 
গ) 132
ঘ) 648


➤ A, B এর বোন; C, B এর মা; D, C এর বাবা; E, D এর মা তাহলে A এর সঙ্গে D এর সম্পর্ক কি ?
ক) দাদু
খ) ঠাকুমা
গ) মেয়ে
ঘ) নাতনি 

File Details:
PDF Name : RRB NTPC Practice Set 05
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download
 
More PDFDownload Link
RRB NTPC Practice Set 04 Click Here
NTPC Question Paper 2016Click Here

1 comment: