Breaking







Monday, 14 December 2020

GK Album Part-34

GK Album Part-34 - জিকে অ্যালবাম

GK Album Part-34
GK Album Part-34

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-34; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ কত তারিখ জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ?
উত্তরঃ ২৮শে ফেব্রুয়ারি।

❖ কবে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৩১ সালের ৫ই মার্চ।

❖ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

❖ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উত্তরঃ বুধ।

❖ অস্ট্রেলিয়ার সরকারী ভাষার নাম কি ?
উত্তরঃ ইংরেজি।

❖ মিশরের প্রচলিত মুদ্রার নাম কি ?
উত্তরঃ পাউন্ড।

ভআর্জেন্টিনার রাজধানীর নাম কি ?
উত্তরঃ বুয়েনোস আইরেস।

❖ কোন দেশের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক ?
উত্তরঃ বাংলাদেশ। 

❖ ‘আবোল তাবোল’ কার রচনা ?
উত্তরঃ সুকুমার রায়।

❖ ‘ভিখারিনী’ ছোট গল্পটি কে লিখেছেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

❖ ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি ?
উত্তরঃ পরমবীর চক্র।

1 comment: