Breaking



Friday 27 November 2020

RRB NTPC Practice Set PDF in Bengali

RRB NTPC Practice Set PDF in Bengali || Part-04

RRB NTPC Practice Set PDF in Bengali
RRB NTPC Practice Set PDF in Bengali

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
RRB NTPC পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, RRB NTPC Practice Set PDF in Bengali সম্পূর্ণ সিলেবাসভিত্তিক। যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত RRB NTPC পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। তাই দেরী না করে প্রশ্নগুলি দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও। 

➤ কত সালে RRB প্রতিষ্ঠা হয় ?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৭ সালে


➤ কে ‘আপেক্ষিকতাবাদ তত্ত্ব’ আবিষ্কার করেন ?
ক) নিউটন
খ) আইনস্টাইন
গ) গ্যালিলিও
ঘ) এঁদের কেউই নন 


➤ নীচের কোন আইনটি ‘কালা আইন’ নামে পরিচিত ?
ক) রাওলাট
খ) নীলচাষ
গ) অস্ত্রনিয়ন্ত্রণ আইন 
ঘ) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 


➤ ‘সেনা কর্তা’ নামে কে পরিচিত ছিলেন ?
ক) প্রথম বাজিরাও
খ) শিবাজী
গ) বালাজী বাজিরাও
ঘ) বালাজী বিশ্বনাথ


➤ অশ্বঘোষ কার সভাকবি ছিলেন ?
ক) অশোক
খ) বিম্বিসার
গ) কনিষ্ক 
ঘ) দেবপাল


➤ সংকোচী গহ্বর কার শ্বাস অঙ্গ ? 
ক) পাখি
খ) মাছ
গ) ব্যাঙাচি
ঘ) অ্যামিবা 


➤ ‘কুণিক’ উপাধিটি কার ছিল ?
ক) ধননন্দ 
খ) মহাপদ্মনন্দ 
গ) অজাতশত্রু 
ঘ) বিম্বিসার 


➤ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?
ক) ৩রা এপ্রিল
খ) ৫ই এপ্রিল
গ) ৭ই এপ্রিল 
ঘ) ৯ই এপ্রিল 


➤ নীচের কোনটিকে গ্রেট সার্কেল বলা হয় ?
ক) নিরক্ষরেখা 
খ) সুমেরু বৃত্ত
গ) কর্কটক্রান্তি রেখা
ঘ) মকরক্রান্তি রেখা 


➤ জাতীয় গণিত দিবস কবে পালিত হয় ?
ক) ২২শে ডিসেম্বর 
খ) ২২শে নভেম্বর
গ) ২২শে অক্টোবর 
ঘ) ২২শে সেপ্টেম্বর 


➤ রাজমালা বইটিতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে ?
ক) নাগাল্যান্ড
খ) মেঘালয় 
গ) ত্রিপুরা 
ঘ) অসম


➤ ভারতের কোন রাজ্য দেবভূমি নামে পরিচিত ?
ক) উত্তরপ্রদেশ
খ) উত্তরাখণ্ড 
গ) বিহার
ঘ) ঝাড়খণ্ড 


➤ নীচের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয় ?
ক) উলার
খ) চিল্কা 
গ) সম্বর 
ঘ) ভেম্বানদ


➤ ভারতবর্ষে উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে ?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী 
গ) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
ঘ) হাইকোর্টের প্রধান বিচারপতি 


➤ কেন্দ্রীয় সরকার কত সালে শ্রম সুবিধা পোর্টাল চালু করে ?
ক) ২০১২ সালে 
খ) ২০১৪ সালে 
গ) ২০১৬ সালে
ঘ) ২০১৮ সালে  


➤ কত সালে ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল ?
ক) ১৯৪২ সালে 
খ) ১৯৪৪ সালে 
গ) ১৯৪৬ সালে 
ঘ) ১৯৪৮ সালে 


➤ ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি ?
ক) রাজস্থান
খ) সিকিম 
গ) অরুণাচল প্রদেশ
ঘ) হিমাচল প্রদেশ


➤ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে ?
ক) ১৫২৩ সালে
খ) ১৫২৬ সালে 
গ) ১৫২৯ সালে 
ঘ) ১৫৩১ সালে 


➤ ইনসুলিনের অভাবে কি রোগ হয় ?
ক) থাইরয়েড
খ) পোলিও
গ) জ্বর
ঘ) ডায়াবেটিস 


➤ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ? 
ক) আলিব‍র্দী খাঁ
খ) মুর্শিদকুলি খাঁ 
গ) সিরাজ উদ দৌলা
ঘ) নবাব মিরজাফর


➤ উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় ?
ক) ক্লোরোসিস 
খ) নেক্রোসিস
গ) মিনামাটা
ঘ) কোনটিই নয়


➤ বিখ্যাত অবিস্মরণীয় শিল্পকীর্তি ময়ূর সিংহাসন কে তৈরী করেছিলেন ? 
ক) জাহাঙ্গীর
খ) শাহজাহান 
গ) আকবর
ঘ) বাবর


➤ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?
ক) গঙ্গা নদী অববাহিকা
খ) নীলনদ অববাহিকা
গ) মিসিসিপি নদী অববাহিকা
ঘ) আমাজন নদী অববাহিকা 


➤ জটায়ু চরিত্রটির স্রষ্টা কে ?
ক) প্রেমেন্দ্র মিত্র
খ) সত্যজিৎ রায় 
গ) নারায়ন গঙ্গোপাধ্যায়
ঘ) তারাশঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায়


➤ বিশ্বস্ত মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
ক) আকবরের
খ) শিবাজীর
গ) আলাউদ্দিন খলজীর 
ঘ) শেরশাহের


➤ একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে ?
ক) 2
খ) 3 
গ) 18
ঘ) 21


➤ দুটি সংখ্যার গ.সা.গু. 7 ও সেগুলির ল.সা.গু. 210, যদি একটি সংখ্যা 35 হয়, তবে অন্য সংখ্যাটি কত ?
ক) 14
খ) 21
গ) 42 
ঘ) 49


➤ তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগশেষ থাকে ?
ক) 784
খ) 964
গ) 992
ঘ) 996 

 
➤ 68 সেন্টিমিটার পরিধির একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ?
ক) 269
খ) 284
গ) 289 
ঘ) 361 

 
➤ তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে, দ্বিতীয় সংখ্যাটি কত ?
ক) 25
খ) 30 
গ) 35
ঘ) 40


➤ দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে, অনুপাত হয় 5:7। সংখ্যা দুটি কত ?  
ক) 14, 22 
খ) 7, 11
গ) 21, 23
ঘ) 24, 32


➤ একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে। তবে পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত ?
ক) 2000 লিটার 
খ) 2050 লিটার
গ) 2500 লিটার
ঘ) 2520 লিটার


➤ এক ব্যক্তি 15 টাকায় 12 টি লজেন্স ক্রয় করে, 14 টাকায় 10 টি বিক্রয় করলে, লাভ/ক্ষতি হয় কত ?
ক) 10% ক্ষতি 
খ) 12% ক্ষতি 
গ) 12% লাভ 
ঘ) 15% লাভ 


➤ একটি কম্পিউটার তিনজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রয় করে। তৃতীয় ব্যবসায়ীর ক্রয়মূল্য 6859 টাকা হলে, প্রথম ব্যবসায়ী কত টাকায় কম্পিউটারটি কিনেছিল ?
ক) 6900 টাকা
খ) 7000 টাকা
গ) 7950 টাকা 
ঘ) 8000 টাকা 


➤ সুজন একটি ল্যাপটপ 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি ল্যাপটপটি আরও 9000 টাকা বেশী দামে বিক্রয় করা হত, তাহলে 25% লাভ হত। ল্যাপটপটির ক্রয়মূল্য কত ?
ক) 20000 টাকা 
খ) 28000 টাকা
গ) 36000 টাকা
ঘ) 27000 টাকা 


➤ এক ব্যক্তি একটি দ্রব্য 13% লাভে বিক্রয় করে। যদি ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য উভয় 36 টাকা করে কম হত, তখন আরও 6% বেশী লাভ হয়। তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
ক) 108 টাকা
খ) 112 টাকা
গ) 114 টাকা 
ঘ) 119 টাকা


➤ এক ব্যক্তি দুটি হেডফোন 380 টাকায় কিনল। প্রথমটি 22% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 12% লাভে বিক্রয় করে দেখা যায় দুটির বিক্রয়মূল্য সমান হয়েছে। প্রতিটি হেডফোনের ক্রয়মূল্য কত ?
ক) 224 টাকা, 156 টাকা 
খ) 225 টাকা, 155 টাকা
গ) 226 টাকা, 154 টাকা 
ঘ) 230 টাকা, 150 টাকা 


➤ B এবং C একত্রে একটি কাজ যতদিনে করে A একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি A এবং B একত্রে একটি কাজ 12 দিনে করে এবং C একা সেই কাজটি 24 দিনে করতে পারে। তবে B একা কাজটি কতদিনে শেষ করবে ?
ক) 36 দিন
খ) 40 দিন
গ) 44 দিন 
ঘ) 48 দিন


➤ একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 165 মিটার, 143 মিটার এবং 154 মিটার হলে, ক্ষেত্রফল কত ?
ক) 10164 বর্গমিটার  
খ) 10146 বর্গমিটার
গ) 10614 বর্গমিটার 
ঘ) কোনটিই নয় 


➤ একটি বৃত্তের পরিধি 308 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধ কত ?
ক) 49 সেমি 
খ) 79 সেমি
গ) 89 সেমি
ঘ) 98 সেমি 


➤ BDFH, IKMO, PRTV, ?
ক) WYAC 
খ) WXYA
গ) WXYZ
ঘ) WYXA


➤ JNLP : OMKL :: SUWY : ?
ক) MLKI
খ) PLHD
গ) XTVR 
ঘ) PGHI


➤ DGU : L :: ? : ?
ক) BEK : S
খ) CFR : H
গ) DET : P 
ঘ) FIT : D 


➤ 4 : 48 : 6 : ?
ক) 180 
খ) 360
গ) 720
ঘ) 840 


➤ 11 : 512 : 5 : ? : ? : ?
ক) 1 : 16 : 11
খ) 4 : 121 : 14
গ) 6 : 64 : 16
ঘ) 13 : 1000 : 7 


➤ 5, 25, 61, 113, 181, ?
ক) 200
খ) 228
গ) 265 
ঘ) 321


➤ সুজন A স্থান থেকে যাত্রা শুরু করে উত্তরদিকে 8 কিমি গেল, তারপর সে বাঁদিকে ঘুরে 6 কিমি গেল আবার বাঁদিকে ঘুরে 16 কিমি হেঁটে B স্থানে পৌঁছল। এখানে A স্থান থেকে B স্থানের দূরত্ব কত হবে ?
ক) 10 কিমি 
খ) 12 কিমি 
গ) 14 কিমি
ঘ) 16 কিমি

  
➤ সুজন গৌরাঙ্গের থেকে বয়সে বড়, গৌরাঙ্গ আর দিপায়নের বয়স সমান, সাহেব সুজনের থেকে বড়। তবে কোন তথ্যটি ঠিক নয় ?
ক) সুজন দিপায়নের থেকে বড়
খ) গৌরাঙ্গ সাহেবের থেকে ছোট
গ) সাহেব দিপায়নের থেকে ছোট 
ঘ) দিপায়নের থেকে গৌরাঙ্গ ছোট 


➤ একটি ঘড়িতে 12:15 মিনিটের সময় ঘণ্টার কাঁটা উত্তরদিকে মুখ ও মিনিটের কাঁটা পূর্বদিকে মুখ হলে, 2:45 সময় মিনিটের কাঁটার মুখ কোন দিকে থাকবে ?
ক) পূর্ব
খ) পশ্চিম 
গ) উত্তর 
ঘ) দক্ষিণ 


➤ নভেম্বর মাসের প্রথমদিন শুক্রবার হলে, সেই মাসের শেষদিন কি বার হবে ?
ক) বুধবার
খ) বৃহস্পতিবার 
গ) শুক্রবার  
ঘ) শনিবার 

File Details:
PDF Name : RRB NTPC Practice Set 04
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download
 
More PDFDownload Link
RRB NTPC Practice Set 03 Click Here
RRB NTPC Bengali Question PaperClick Here

No comments:

Post a Comment