GK Album Part-37 - জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-37 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-37; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ‘সনাতনপন্থী সংস্কারক’ কাকে বলা হয় ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দকে।
❖ ‘অমৃত বাজার পত্রিকা’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ শিশির কুমার ঘোষ।
❖ শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল কত সালে ?
উত্তরঃ ১৬৭৪ সালে।
❖ ‘স্কুলবুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ডেভিড হেয়ার।
❖ ‘আর্য সমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ দয়ানন্দ সরস্বতী।
❖ প্যারিসে ‘বন্দেমাতরম’ পত্রিকা কে সম্পাদনা করতেন ?
উত্তরঃ মাদাম কামা।
❖ কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।
❖ সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
উত্তরঃ ১৭৫৬ সালে।
❖ পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় ?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে।
❖ ‘কাদম্বরী’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ বাণভট্ট।
❖ ‘বিশ্ব উপভোক্তা দিবস’ কবে পালিত হয় ?
উত্তরঃ ১৫ই মার্চ।
No comments:
Post a Comment