Breaking



Friday 18 December 2020

GK Album Part-36

GK Album Part-36 - জিকে অ্যালবাম

GK Album Part-36
GK Album Part-36

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-36; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ কর্ণাটক রাজ্যের কোন নদীতে যোগ জলপ্রপাত আছে ?
উত্তরঃ সরাবতী।

❖ মূত্রের একটি স্বাভাবিক উপাদান ?
উত্তরঃ ক্রিয়েটিন। 

❖ কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন ?
উত্তরঃ ঔরঙ্গজেব।

❖ যখন লোহায় মরচে পড়ে, তখন তার ওজন কি হয় ?
উত্তরঃ বেড়ে যায়।

❖ ইলোরা গুহা কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঔরঙ্গাবাদে।

❖ কাতারের রাজধানীর নাম কি ?
উত্তরঃ দোহা।

❖ ভারতের Rock Garden কোথায় আছে ?
উত্তরঃ চণ্ডীগড়ে। 

❖ সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ?
উত্তরঃ ফাতিমা বিবি।

❖ পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ মাইথনে।

❖ পিচোলা হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ উদয়পুরে।

❖ রাজেশ খান্নার পোশাকি নাম কি ছিল ?
উত্তরঃ কাকা।

No comments:

Post a Comment