GK Album Part-33 - জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-33 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-33; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ‘বৈদিক যুগে ফিরে যাও’ উক্তিটি কার ?
উত্তরঃ স্বামী সয়ানন্দ সরস্বতীর।
❖ ‘নরমপন্থীরা চেয়েছিলেন রুটি, পেয়েছিলেন পাথর’ কে বলেছিলেন ?
উত্তরঃ লালা লাজপত রায়।
❖ চামড়ার প্রধান উপাদান কি ?
উত্তরঃ কোলাজেন।
❖ মানবদেহের সবচেয়ে বড় লসিকাগ্রন্থির নাম কি ?
উত্তরঃ প্লীহা।
❖ কার্য কি জাতীয় রাশি ?
উত্তরঃ স্কেলার রাশি।
❖ কোল ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৫ সালে।
❖ ‘ওয়েক আপ ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ অ্যানি বেসান্ত।
❖ বল্লাল সেনের গুরু কে ছিলেন ?
উত্তরঃ গুরু অনিরুদ্ধ।
❖ লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত ?
উত্তরঃ আরব সাগরে।
❖ ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয় ?
উত্তরঃ বেঙ্গালুরুতে।
No comments:
Post a Comment