Breaking



Sunday 6 December 2020

GK Album Part-30

GK Album Part-30 - জিকে অ্যালবাম

GK Album Part-30
GK Album Part-30

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-30; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ লাইসোজাইম কি ?
উত্তরঃ একপ্রকার উৎসেচক।

❖ ইথাইল অ্যালকোহল কি ?
উত্তরঃ জৈব দ্রাবক।

❖ ‘ছিপি চাপার যন্ত্র’ কোন শ্রেণীর লিভার ?
উত্তরঃ দ্বিতীয় শ্রেণীর লিভার।

❖ ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন কে ছিলেন ?
উত্তরঃ রমাদেবী।

❖ অমরকোষ রচনা করেন কে ?
উত্তরঃ অমর সিংহ। 

❖ কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেন ?
উত্তরঃ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত।

❖ নোয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ুতে।

❖ উড়ালিস উপজাতিদের বাসস্থান কোথায় ?
উত্তরঃ কেরালায়।

❖ দামোদর নদ মিশেছে কোন নদীর সঙ্গে ?
উত্তরঃ হুগলী নদীর সঙ্গে।

❖ কোন দেশের সংসদের নাম কংগ্রেস ?
উত্তরঃ আমেরিকা।

❖ সাময়িকভাবে মূল্যবৃদ্ধি কমানো যায় কীভাবে ?
উত্তরঃ টাকার জোগান কমিয়ে।

No comments:

Post a Comment