Breaking







Friday, 4 December 2020

GK Album Part-29

GK Album Part-29 - জিকে অ্যালবাম

GK Album Part-29
GK Album Part-29

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-29; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ নয়টি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি কবে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৯৮১ সালে।

❖ ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ ভুটান।

❖ ভারতের কোন রাজ্যে স্টেপ জলবায়ু পরিলক্ষিত হয় ?
উত্তরঃ রাজস্থান।

❖ ‘গরিবী হঠাও’ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল ?
উত্তরঃ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 

❖ নগর পালিকা আইন ভারতীয় সংবিধানের কত নং তফশিলের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ দ্বাদশ।

❖ ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ আবুল কালাম আজাদ।

❖ কবে বিশ্ব আত্মহত্যা দিবস পালিত হয় ?
উত্তরঃ ১০ই সেপ্টেম্বর।

❖ উগান্ডার মুদ্রার নাম কি ?
উত্তরঃ শিলিং।

❖ আর-রুব আল খালি মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ সৌদি আরব।

No comments:

Post a Comment