প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF Download - WB Primary TET Practice Set
![]() |
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF Download |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ সিলেবাসভিত্তিক প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF; যেটির মাধ্যমে তোমরা প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নের ধাঁচ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।
Practice Set | No of Questions |
---|---|
Primary TET | 25 |
➤ শিশুর সময়ভিত্তিক প্রক্রিয়া বলতে কাকে বোঝায় ?
ক) জ্ঞানকে
খ) কৌশলকে
গ) বৃদ্ধিকে
ঘ) সৃজনশীলতাকে
➤ বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা কে ?
ক) ভার্নন
খ) থর্নডাইক
গ) স্পিয়ারম্যান
ঘ) গিলফোর্ড
➤ শিশুর জীবন বিকাশের গতি-প্রকৃতি কার দ্বারা নির্ধারিত হয় ?
ক) সমাজ ও বিজ্ঞান
খ) মূল্যায়ন ও পরিমাপ
গ) বংশগতি ও পরিবেশ
ঘ) বৃদ্ধি ও বিকাশ
➤ শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা কে ?
ক) রুশো
খ) গান্ধিজি
গ) পার্শিনান
ঘ) জন অ্যাডামস্
➤ কোন শিক্ষাবিদ ‘Pragmatist’ দার্শনিক বলে পরিচিত ?
ক) অ্যারিস্টটল
খ) বিবেকানন্দ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জন ডিউই
➤ শ্বেতপদ্ম - শ্বেত যে পদ্ম। সমাস নির্ণয় করো।
ক) অধিকরণ তৎপুরুষ
খ) সাধারণ কর্মধারয়
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) করণ তৎপুরুষ
➤ বাঙালির আর প্রার্থনা করা হইল না। এটি কোন প্রকার বাচ্য ?
ক) কর্তৃবাচ্য
খ) ভাববাচ্য
গ) কর্মবাচ্য
ঘ) কর্ম-কর্তৃবাচ্য
➤ ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা কি ?
ক) ব্যাকরণের কোন ভূমিকা নেই কারণ ভাবের আদান-প্রদানই ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য
খ) অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্যাকরণ ভালো না জানলে ভাষা শিখন সম্ভব নয়
গ) ভাষা শিক্ষার সহায়ক উপাদান হিসাবে ব্যাকরণ শিক্ষা গ্রহণ করা
গ) ভাষা নয়, ব্যাকরণের জন্যই ব্যাকরণ শিক্ষা গ্রহণ করা
➤ অবরোহী পদ্ধতির সুবিধা কি ?
ক) এই পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয় থাকে
খ) এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায়
গ) এই পদ্ধতি শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতি
ঘ) এই পদ্ধতিতে শিক্ষার্থী বিশেষ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানে পৌঁছতে পারে
➤ শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবচেয়ে বেশী কার কাছে ?
ক) শিক্ষার্থীর কাছে
খ) নতুন শিক্ষকের কাছে
গ) পুরানো শিক্ষকের কাছে
ঘ) যেকোনো শিক্ষকের কাছে
■ Choose the most appropriate article.
➤ The collection of medieval jewellery on display in the museum has ___ remarkable historical heritage.
ক) an
খ) the
গ) a
ঘ) None of these
➤ A true leader is one whose own conduct can set ____ example to his followers.
ক) an
খ) the
গ) a
ঘ) None of these
■ Choose the most appropriate synonym.
➤ Waive :
ক) rave
খ) wave
গ) pay
ঘ) forego
■ Choose the most appropriate antonym.
➤ Yell :
ক) shriek
খ) caterwaul
গ) shrive
ঘ) whisper
■ Choose the correct meaning of proverb/idiom.
➤ ‘To hit the nail on the head’ means -
ক) To do the right thing
খ) To destroy one’s reputation
গ) To announce one’s fixed views
ঘ) To teach someone a lesson
➤ দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে 35 এবং 420 হলে, সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত ?
ক) 70
খ) 210
গ) 245
ঘ) 300
➤ 950 টাকা A, B ও C এর মধ্যে 5 : 11 : 3 অনুপাতে ভাগ করা হলে, C পায় -
ক) 150 টাকা
খ) 200 টাকা
গ) 250 টাকা
ঘ) 350 টাকা
➤ পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81% নম্বর পেয়ে পাশ নম্বর অপেক্ষা 15 নম্বর বেশী পায়। তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল ?
ক) 100
খ) 150
গ) 200
ঘ) 350
➤ কোন সংখ্যার 40% থেকে 150 এর 20% বিয়োগ করলে বিয়োগফল হয় 2 ?
ক) 70
খ) 80
গ) 100
ঘ) 105
➤ এক ব্যক্তি এক টাকায় 46 টি লজেন্স ক্রয় করে। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 15% লাভ হবে ?
ক) 16
খ) 18
গ) 20
ঘ) 22
➤ নিরক্ষীয় অঞ্চলের অধিবাসীদের গায়ের রং কালো হওয়ার কারণ কি ?
ক) সারা বছর পরিচলন বৃষ্টিপাত
খ) সারা বছর নিয়ত বায়ুপ্রবাহ
গ) সারা বছর লম্ব সূর্যকিরণে অধিক তাপ
ঘ) উচ্চ আপেক্ষিক আর্দ্রতা
➤ শহরাঞ্চলের আবর্জনা পচে নিম্নের কোন গ্যাসটি উৎপন্ন করে ?
ক) মিথেন
খ) নাইট্রোজেন
গ) কার্বন মনোঅক্সাইড
ঘ) কার্বন ডাইঅক্সাইড
➤ নিম্নের কোনটি জলবাহিত রোগ ?
ক) ব্রঙ্কাইটিস
খ) যক্ষ্মা
গ) সিলিকোসিস
ঘ) আমাশা
➤ কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ করা জরুরী ?
ক) সুনামি
খ) বন্যা
গ) ভূমিকম্প
ঘ) ঘূর্ণিঝড়
➤ মানুষের চোখে ছানি পড়া বৃদ্ধির কারণ কি ?
ক) জলদূষণ
খ) বায়ুদূষণ
গ) আর্সেনিক দূষণ
ঘ) অতিবেগুনি রশ্মি
File Details:
PDF Name : WB Primary TET Practice Set 04
Language : Bengali
Size : 0.5 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
WB Primary TET Practice Set 03 | Click Here |
No comments:
Post a Comment