Breaking



Thursday 12 November 2020

GK Album Part-19

GK Album Part-19 | জিকে অ্যালবাম

GK Album Part-19
GK Album Part-19

কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-19; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ সর্পিল আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয় ?
উত্তরঃ স্পাইরিলাম। 

❖ কোন বিজ্ঞানকে ফাইটোলজি বলে ?
উত্তরঃ উদ্ভিদ বিজ্ঞানকে। 

❖ সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলে ? 
উত্তরঃ ক্ষমতা।

❖ বার্নিশের প্রধান উপাদান কি ?
উত্তরঃ রেজিন।

❖ পাইওরিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ ভিটামিন সি।

❖ কবে প্রথম মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয় ?
উত্তরঃ ১৯২২ সালে।

❖ তুঘলক বংশের প্রতিষ্ঠা হয় কবে ?
উত্তরঃ ১৩২০ সালে। 

❖ গুপ্তযুগের প্রধান সেনাপতিকে কি বলা হত ?
উত্তরঃ মহেশপতি। 

❖ আমুক্ত মালদা গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ কৃষ্ণদেব রায়। 

❖ কোন সালে বাহমনী রাজ্যের পতন ঘটে ?
উত্তরঃ ১৫২৭ সালে। 

❖ ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে ?
উত্তরঃ ১৯৩৬ সালে।

No comments:

Post a Comment