GK Album Part-25 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-25 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-25; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ রসায়নের বিচারে ড্রাই আইস কি ?
উত্তরঃ শুষ্ক কার্বন ড্রাই অক্সাইড।
❖ পতঙ্গের দেহে কোন দ্বিশর্করা পাওয়া যায় ?
উত্তরঃ ট্রেহালোজ।
❖ স্তনগ্রন্থি কীসের রুপান্তর ?
উত্তরঃ সিবেসিয়াস গ্ল্যান্ড।
❖ ভারতের চার কোণে চারটি মঠ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ শংকরাচার্য।
❖ চোল ও পল্লব উভয়েরই রাজধানী কোনটি ছিল ?
উত্তরঃ কাঞ্চিপুরম।
❖ রাওলাট আইন কি নামে পরিচিত ?
উত্তরঃ কালাকানুন।
❖ ভারতের কোন রেলপথের দৈর্ঘ্য সর্বাধিক ?
উত্তরঃ উত্তর রেলপথ।
❖ কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত ?
উত্তরঃ গোদাবরী উপত্যকা।
❖ জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ ভুটানের বিদাং হ্রদ।
❖ বায়ুর সমচাপ রেখাকে কি বলে ?
উত্তরঃ আইসোবার।
❖ রাজস্থানের শুষ্ক হ্রদকে কি বলে ?
উত্তরঃ ধান্দ।
No comments:
Post a Comment