Breaking







Tuesday, 24 November 2020

GK Album Part-24

GK Album Part-24 | জিকে অ্যালবাম

GK Album Part-24
GK Album Part-24

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-24; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ হাম রোগ হয় কোন ব্যাকটেরিয়া থেকে ?
উত্তরঃ রুবেলা।

❖ লোহায় মরিচা পড়া কি ধরণের পরিবর্তন ?
উত্তরঃ রাসায়নিক পরিবর্তন।

❖ কোন স্তন্যপায়ীর হৃৎস্পন্দন সবচেয়ে কম ?
উত্তরঃ নীল তিমি।

❖ ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে ?
উত্তরঃ নীহাররঞ্জন রায়।

❖ ‘ভারত ছাড়ো’ প্রস্তাব কবে গৃহীত হয় ?
উত্তরঃ ১৯৪২ সালে।

❖ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং। 

❖ সাহেব বাঁধ জলাধার কোন জেলায় রয়েছে ?
উত্তরঃ পুরুলিয়া। 

❖ মার্বেল কোন শিলার রুপান্তর ?
উত্তরঃ চুনাপাথর।

❖ পডসল মৃত্তিকায় কোন উপাদান বেশী থাকে ?
উত্তরঃ হিউমাস।

❖ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন ?
উত্তরঃ সি.ডি. দেশমুখ। 

❖ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

No comments:

Post a Comment