GK Album Part-23 | জিকে অ্যালবাম
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-23; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ক্যালসিটোনিন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ থাইরয়েড গ্রন্থি থেকে।
❖ ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম কি ?
উত্তরঃ উলফিয়া।
❖ সিজিএস পদ্ধতিতে জলসমের এককের নাম কি ?
উত্তরঃ গ্রাম।
❖ সংক্রমণযোগ্য ভাইরাসকে কি বলে ?
উত্তরঃ ভিরিয়ন।
❖ ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি ?
উত্তরঃ পরমবীর চক্র পুরস্কার।
❖ লেজার আবিষ্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯৬০ সালে।
❖ জার্মানির প্রচলিত মুদ্রাকে কি বলা হয় ?
উত্তরঃ ডয়েশমার্ক।
❖ “স্বরাজ আমার জন্মগত অধিকার” উক্তিটি কার ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।
❖ মিশরের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কায়রো।
❖ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।
❖ কোন সাল থেকে ডেভিস কাপ দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯০০ সাল থেকে।
No comments:
Post a Comment