Breaking



Tuesday 10 November 2020

GK Album Part-18

GK Album Part-18 | জিকে অ্যালবাম

GK Album Part-18
GK Album Part-18

কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-18; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে ?
উত্তরঃ বিবেকানন্দ।

❖ দুটি ছায়াপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে ?
উত্তরঃ আলোকবর্ষ এককের সাহায্যে। 

❖ ‘চণ্ডীশতক’ নামক গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ বাণভট্ট। 

❖ কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয় ?
উত্তরঃ ৩০শে জানুয়ারি।

❖ চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি ?
উত্তরঃ টাইফুন।

❖ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে ?
উত্তরঃ ১৯২০ সালে। 

❖ নাদির শাহ ভারত কত সালে আক্রমণ করেছিল ?
উত্তরঃ ১৭৩৯ সালে।

❖ MRI তে কোন তরঙ্গ ব্যবহৃত হয় ?
উত্তরঃ বেতার তরঙ্গ।

❖ পায়রার বায়ুথলি সংখ্যা কয়টি ?
উত্তরঃ নয়টি।  

❖ রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা ?
উত্তরঃ ক্যাবিনেট মন্ত্রীরা।

❖ মাসকট কোন দেশের রাজধানী ?
উত্তরঃ ওমান।

No comments:

Post a Comment