Breaking







Wednesday 4 September 2024

গণিত প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF

গণিত প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF || Part-06

গণিত প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF
গণিত প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গণিত প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটিতে গণিত বিষয়টি থেকে বাছাই করা ২৫টি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবে।

গণিত প্র্যাকটিস সেট

01. 12টি ছেলের গড় বয়স 20 বছর। এখানে আরেকটি ছেলে  যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়। নতুন ছেলেটির বয়স কত ?
ক) 5 বছর
খ) 7 বছর 
গ) 9 বছর
ঘ) 19 বছর 

02. রবি 60 টি দ্রব্য কিনল প্রতিটি 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো।  প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য কত হলে সে 20% লাভ করতে পারবে ?
ক) 42.80 টাকা
খ) 43.50 টাকা 
গ) 43.20 টাকা
ঘ) 43.80 টাকা 

03. একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগনাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে। কিলোমিটার প্রতি ঘণ্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত ?
ক) 60 
খ) 64
গ) 68
ঘ) 70

04. দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7 : 3, ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3 : 1 হয়। পাত্রে জলের পরিমাণ কত লিটার ?
ক) 6
খ) 9
গ) 12
ঘ) 15 

05. 35 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে, যার গতিবেগ ঘণ্টায় 9 কিলোমিটার।
ক) 50 সেকেন্ড
খ) 52 সেকেন্ড
গ) 54 সেকেন্ড
ঘ) 56 সেকেন্ড 

06. একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গমিটার বাড়ে। ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো।
ক) 45 মিটার 
খ) 50 মিটার 
গ) 55 মিটার 
ঘ) 90 মিটার 

07. একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 1 : 2 : 4 । বাক্সে মোট 393 টাকা থাকলে মুদ্রা আছে - 
ক) 895
খ) 915
গ) 917 
ঘ) 1001

08. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বৎসর।  10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত ?
ক) 45 বৎসর
খ) 48 বৎসর
গ) 50 বৎসর
ঘ) 54 বৎসর 

09. এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500 টি জিনিস বিক্রয় করে। শেষ 6 দিনে গড়ে 1506 টি জিনিস বিক্রয় করে।  প্রথমদিন কত জিনিস বিক্রয় হয়েছিল ?
ক) 1464 
খ) 1476
গ) 1506
ঘ) 1536 

10. একটি কাচের দণ্ড পড়ে 2 : 3 অনুপাতে বিভক্ত হয়ে যায়। পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4 : 5 অনুপাতে ভাগ হয়। তিনটি খণ্ডের অনুপাত - 
ক) 8 : 10 : 12
খ) 8 : 10 : 27 
গ) 8 : 12 : 27
ঘ) 10 : 12 : 27 

11. প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে, জলমিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে ? 
ক) 7 : 22
খ) 8 : 17
গ) 14 : 25
ঘ) 25 : 14 

12. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে ? 
ক) 125
খ) 245
গ) 260
ঘ) 280 

13. যদি কোনও সংখ্যার তিন-সপ্তমাংশের দুই-পঞ্চমাংশ হয় 198। সংখ্যাটি কত ?
ক) 1055
খ) 1145
গ) 1155 
ঘ) 1255 

14. যদি একজোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা তবে প্রতিটি দ্রব্যের বাজারমূল্য কত ? 
ক) 11 টাকা 
খ) 22 টাকা 
গ) 33 টাকা
ঘ) 44 টাকা 

15. কোনো ঘনকের আয়তন 512 সেমি. হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গসেমি ?
ক) 64
খ) 256
গ) 384
ঘ) 512 

16. 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 20 টাকা, আসলের পরিমাণ কত ?
ক) 3000 টাকা 
খ) 3100 টাকা 
গ) 3105 টাকা
ঘ) 3125 টাকা 

17. কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6 টি বাক্সের বিক্রয়মূল্যের ক্ষতি করে। যদি মোট বিক্রয়মূল্য 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রমূল্য কত টাকা ?
ক) 38
খ) 40
গ) 48 
ঘ) 50 

18. এক ব্যক্তি 400টি আমের ক্রয়মুল্যের সমান 320 টি আম বিক্রয় করেন। লাভের শতকরা হার কত ?
ক) 10%
খ) 15%
গ) 20%
ঘ) 25% 

19. 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে ?
ক) 1460 টাকা 
খ) 1458 টাকা 
গ) 1500 টাকা
ঘ) 2000 টাকা 

20. কত টাকার 4 বছরে 7% হারে সরল সুদ হয় 70 টাকা ?
ক) 250 
খ) 400
গ) 500
ঘ) 700

21. একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গসেমি. ও তার ভূমি ও উচ্চতার অনুপাত 3 : 4 হলে, ওই ত্রিভুজের উচ্চতা কত সেমি ? 
ক) 42
খ) 52
গ) 54
ঘ) 56 

22. একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমালে সংখ্যাটি কি পরিবর্তন হবে ?
ক) 4% বাড়বে
খ) 4% কমবে 
গ) বাড়বে না কমবে না 
ঘ) এর কোনটিই নয় 

23. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত ?
ক) 16 বর্গসেমি
খ) 18 বর্গসেমি
গ) 20 বর্গসেমি  
ঘ) 22 বর্গসেমি 

24. বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে, একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে ? 
ক) 307 টাকা 
খ) 308 টাকা 
গ) 309 টাকা 
ঘ) 310 টাকা 

25. A বছরের শুরুতে 18000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে B 24000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। B কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল ?
ক) 3 মাস  
খ) 6 মাস
গ) 7 মাস
ঘ) 9 মাস


প্র্যাকটিস সেটটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Math Practice Set 06
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


3 comments:

  1. Mathematics er details solution ki pawa jaby..

    ReplyDelete
  2. Math practice seter solved methods answers dile valo hai

    ReplyDelete
  3. 2021 please common question of upload

    ReplyDelete