Breaking



Tuesday 8 August 2023

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDF | First Women in India

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDF | First Women in India

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDF | First Women in India
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন ক্ষেত্র ও সেই ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

প্রথম ভারতীয় মহিলা

ভূমিকা নাম
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী
ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার রমা দেবী
হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি আন্না চণ্ডী
সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি এম. ফাতিমা বিবি
হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা শেঠ
রাজ্যসভার প্রথম মহিলা সদস্য নার্গিস দত্ত
লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার
ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি সরোজিনী নাইডু
ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত সি. বি. মুথাম্মা
প্রথম ভারতীয় মহিলা IAS অফিসার আন্না রঞ্জম মালহোত্রা
প্রথম ভারতীয় মহিলা IPS অফিসার কিরণ বেদী
রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট বিজয়লক্ষ্মী পণ্ডিত
প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন আরতি সাহা
এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল
দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা সন্তোষ যাদব
ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ইন্দিরা গান্ধী
পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা নার্গিস দত্ত
নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা মাদার টেরেসা
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা দেবিকা রাণী
অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা নিরজা ভানোট
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা আশাপূর্ণা দেবী
ম্যানবুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা অরুন্ধতী রায়
পুলিৎজার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ঝুম্পা লাহিড়ী
ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কমলাদেবী চট্টোপাধ্যায়
ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন
ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া
অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী
অলিম্পিকে রুপো জয়ী প্রথম ভারতীয় মহিলা পি. ভি. সিন্ধু
এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা কমলজিৎ সাঁধু
এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার মেরি কম
প্যারা অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা দীপা মালিক
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচ সুনিতা শর্মা
যাত্রীবাহী ট্রেন চালক প্রথম ভারতীয় মহিলা সুরেখা যাদব
প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার সুব্বারমন বিজয়লক্ষ্মী
প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলট শিবাঙ্গি
প্রথম ভারতীয় মহিলা এয়ার ফোর্স পাইলট হরিতা কৌর দেওল
প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট দূর্বা ব্যানার্জি

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : First Women in India
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


5 comments:

  1. Superlative of world and India r pdf ta dile valo hoto

    ReplyDelete
  2. দাদা কোন উদ্ভিদ কোন ধরনের জঙ্গলে হয় এই pdf ta deben

    ReplyDelete