Breaking



Tuesday 13 October 2020

GK Album Part-08

GK Album Part-08 - জিকে অ্যালবাম

GK Album Part-08
GK Album Part-08
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের মজবুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-08; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

 ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ কার্ল মার্কস।

 কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছেন ?
উত্তরঃ ভানু আথাইয়া।

 দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
উত্তরঃ রেডিয়াম ও ইউরেনিয়াম। 

 মানুষের মস্তিষ্কের স্নায়ু সংখ্যা কত ?
উত্তরঃ বারো জোড়া।

 জাফর ইকবাল কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ হকি। 

 শূন্য মাধ্যমে শব্দের গতবেগ কত ?
উত্তরঃ শূন্য।

 হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি ?
উত্তরঃ নীল।

 পক প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে ?
উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কাকে।

 সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
উত্তরঃ ১৯৪১ সালে। 

 সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি ?
উত্তরঃ প্রবোধ কুমার ব্যানার্জি। 

 কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ মুহম্মদ শাহ।

No comments:

Post a Comment